• November 6, 2024

মানিকছড়িতে শেখ রাসেল স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট ‘যোগ্যাছোলা তরুণ সংঘ’ চ্যাম্পিয়ন

মানিকছড়ি প্রতিনিধি: মানিকছড়ি উপজেলা ছাত্রলীগ কর্তৃক আয়োজিত‘ শেখ রাসেল স্মৃতি ক্রিকেট টূর্নামেন্ট এর ফাইনাল ৩০ এপ্রিল মঙ্গলবার বিকালে অনুষ্ঠিত হয়। উক্ত ফাইনাল খেলায় ‘মানিকছড়ি একতা যুব সংঘ’কে ১২ রানে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছেন ‘যোগ্যাছোলা তরুণ সংঘ’। উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেছেন পার্বত্য জেলা পরিষদ খাগড়াছড়ির চেয়ারম্যান কংজরী চৌধুরী।

উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. আলমগীর হোসেন’র সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য এম. এ জব্বার, উপজেলা চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন, ভাইস চেয়ারম্যান মো. তাজুল ইসলাম বাবুল, মহিলা ভাইস চেয়ারম্যান ডলী চৌধুরাণী, মানিকছড়ি থানা অফিসার ইনচার্জ মোহাম্মাদ রশীদ, জেলা আ’লীগ ছাত্র ও মানব বিষয়ক সম্পাদক মো. দিদারুল আলম, উপজেলা আ’লীগ সাধারণ সম্পাদক মো. মাঈন উদ্দিন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শফিউল আলম চৌধুরী, যুবলীগের সাধারণ সম্পাদক জাহেদুল আলম মাসুদ, যুবলীগ নেতা সামায়ুন ফরাজী সামু, মো. জাহাঙ্গীর আলম, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জহির উদ্দিন ফিরোজ প্রমুখ। টুর্ণামেন্টের সেরা খেলোয়ার ও সেরা বোলার নির্বাচিত হন ‘যোগ্যাছোলা তরুণ সংঘ’র মো. হাসান এবং একই সাথে ম্যান অব দ্যান ম্যাচও নির্বাচিত হন তিনি। সেরা ব্যাট্ ম্যান নির্বাচিত হন ‘নবজাগরণ’র মো. ওবায়েদ। খেলোয়াড়দের হাতে ট্রফি, ম্যাডেল ও প্রাইজ মানি ( চ্যাম্পিয়ন-২০ হাজার, রানার আপ-১০ হাজার টাকা) তুলে দেন অতিথিরা।

খেলায় টসে জিতে ‘যোগ্যাছোলা তরুণ সংঘ’ ব্যাট করার সিদ্ধান্ত নেয়। নির্ধারিত ১৫ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৫৫ রান করেন। জবাবে ‘একতা যুব সংঘ’ ৯ উইকেট হারিয়ে ১৪৩ রান করতে সক্ষম হন।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post