• December 1, 2024

মানিকছড়িতে সুবিধাভোগীর মাঝে ছাগল বিতরণ

মানিকছড়ি(খাগড়াছড়ি)প্রতিনিধি: মানিকছড়িতে কারিতাস পেপ সিএইচটি-প্রকল্প এর উদ্দ্যোগে বিভিন্ন পাড়া পর্যায়ের ১শত জন উপকারভোগীর মাঝে ধাপে ধাপে ছাগল বিতরণ কার্যক্রম ১১ মার্চ সোমবার সকাল ১১ ঘটিকায় উদ্বোধন করা হয়েছে।

উপজেলার ভূতাইছড়ি পুরাতন পাড়ায়, জমিনের আগা, মরাডলু হেডম্যান পাড়ায় ১ম ধাপে ১৭জন উপকারভোগীদের মাঝে ৩৬টি ছাগল বিতরণ করা হয়। কারিতাসের মাঠ কর্মকর্তা মো. সোলায়মান এ সভাপতিত্বে অনুষ্ঠি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলার প্রাণী সম্পদ অধিদপ্তরের উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. রনি কুমার দে, ইউপি সদস্য মো. জয়নাল আবেদন, কারিতাস মাঠ সহায়ক আবাইশি মারমা, তাওহীদ আনোয়ারসহ বিভিন্ন পাড়া থেকে আগত পশুপালন উপকারভোগী সদস্যরা।

উক্ত বিতরণ অনুষ্ঠানে বক্তরা বলেন, দরিদ্র জনগণের আর্থসামাজিক অবস্থার উন্নয়ন ও দারিদ্রতা দূরীকরণে লক্ষে ছাগল পালন লাভজনক প্রকল্প।তাই ছাগলের নিয়মিত রোগপ্রতিশেধক টিকা প্রদানের পাশাপাশি যত্ন নেওয়া ও বাসস্থান পরিষ্কার পরিছন্ন রাখলে রোগব্যাধি কম হবে এবং প্রকল্পে লাভ হবে।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post