• March 16, 2025

মানিকছড়িতে ২০ হাজার শিশুকে খাওয়ানো হবে কৃমিনাশক ট্যাবলেট

মানিকছড়ি(খাগড়াছড়ি)প্রতিনিধি: ১-৭অক্টোবর দেশ ব্যাপি পালিত হবে ‘জাতীয় কৃমি সপ্তাহ’। এ কর্মসূচিতে মানিকছড়ির ১০২টি প্রাথমিক,মাধ্যমিক, মাদ্রাসা, এতিমখানায় অধ্যায়নরত ৫-১৬ বছর বয়সী ২০ হাজার শিশুর পাশাপাশি পথশিশুকে কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানো হবে।

এ উপলক্ষে ৩০ সেপ্টেম্বর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.মো. নোমান মিয়ার সভাপতিত্বে এক অবহিতকরণ সভা অনুষ্টিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন,উপজেলা চেয়ারম্যান ¤্রাগ্য মারমা। বিশেষ অতিথি ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান এম.এ. রাজ্জাক, ভাইস চেয়ারম্যান রাহেলা আক্তার, ও.সি তদন্ত মোহাম্মদ আলী, ডা. মো. খায়রুল বাশার আমান (শিশু),ডা.রওশন আরা শাপলা (গাইনি),মুক্তিযোদ্ধা কমান্ডার মো.সফিউল আলম চৌধুরী, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. নজরুল ইসলাম, প্রধান শিক্ষক দিলীপ কুমার দেব, ক্যজ মারমা প্রমূখ।

সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.মো. নোমান মিয়া জানান, ১-৭ অক্টোবর দেশ ব্যাপি পালিত হচ্ছে‘জাতীয় কৃমি সপ্তাহ’ ৫-১৬ বছর বয়সী সকল শিশুকে এ কর্মসূচীর আওতায় আনতে উপজেলার ৮৯টি প্রাথমিক ও ১৩টি মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান (স্কুল,কিন্ডারগার্টেন,এতিমখানা,মাদরাসা কেয়াং)এর ২০ হাজার ৮শত২২জন শিশুকে সপ্তাহ ব্যাপি এক ডোজ(জনপ্রতি ১টি ট্যাবলেট) কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানোর সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। এখন যার যার অবস্থানে থেকে কর্মসূচীতে সফল করতে প্রয়োজন সহযোগিতা। যাতে সরকারের কর্মসূচী সফলসহ সকল শিশুরা কৃমিনাশক ট্যাবলেট খেতে পারে।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post