• December 11, 2024

মানিকছড়ি থানার উদ্যোগে কাবাডি টুর্নামেন্ট উদ্বোধন

আবদুল মান্নান,মানিকছড়ি: বাংলাদেশ পুলিশ বাহিনী কর্তৃক দেশব্যাপি মহান স্বাধীনতা দিবসে কাবাডি টুর্নামেন্ট চলছে। এরই ধারাবাহিকতায় মানিকছড়ি থানা পুলিশ উপজেলার চারটি ইউনিয়ন দল গঠন শেষে ২৫মার্চ উদ্বোধন করা হয়েছে।

২৫ মার্চ বিকাল সাড়ে ৪টায় রাণী নিহার দেবী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উক্ত টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অফিসার ইনচার্জ মুহাম্মদ রশীদ, সাবেক উপজেলঅ চেয়ারম্যান ও পুলিশিং কমিটির সভাপতি এম.এ. রাজ্জাক,ইউপি চেয়ারম্যান মো.শফিকুর রহমান ফারুক.মো.শহিদুল ইসলাম মোহন, মো.বাহার মিয়া,বাজহার সেক্রেটারী মো.নূর ইসলাম প্রমূখ।

উদ্বোধনী দিনে মানিকছড়ি ইউনিয়ন পরিষদ দল তিনটহরী ইউনিয়ন পরিষদকে হারিয়ে এবং যোগ্যাছোলা ইউনিয়ন-বাটনাতলী ইউনিয়ন পরিষদ থেকে ওয়াকওভার পেয়ে ফাইনালে উঠেছে। ২৬ মার্চ বিকালে ফাইনালে মানিকছড়ি ইউনিয়ন লড়বে যোগ্যাছোলা ইউনিয়নের বিরুদ্ধে।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post