মানিকছড়ি প্রেস ক্লাবের নির্বাচন ৬ আগস্ট, ভোট হবে সম্পাদক পদে

স্টাফ রিপোর্টার: আগামী ৬ আগস্ট শুক্রবার মানিকছড়িতে উপজেলা প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। মানিকছড়িতে উপজেলা প্রেস ক্লাবের দ্

মানিকছড়িতে আ.লীগের কাউন্সিলকে ঘিরে কমিটি পূর্ণবহালের দাবি তৃণমূলের
রামগড়ে গণমাধ্যমকর্মী ও অংশীজনদের নিয়ে মতবিনিময়
পানছড়ি ইউপি চেয়ারম্যান’র উপর হামলার প্রতিবাদে মানিকছড়িতে প্রতিবাদ মিছিল

স্টাফ রিপোর্টার: আগামী ৬ আগস্ট শুক্রবার মানিকছড়িতে উপজেলা প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। মানিকছড়িতে উপজেলা প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন উপলক্ষে সাংবাদিকদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। শুক্রবার ৩০ জুলাই  মনোনয়ন পত্র প্রত্যাহার ও প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেয়া হয়।

নির্ধারিত সময়ের মধ্যে সভাপতি পদে একজন সিনিয়র সাংবাদিক মো.মাঈন উদ্দীন বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়েছেন। এদিকে সাধারন সম্পাদক পদে বর্তমান সম্পাদক আব্দুল মান্নান (লেপটপ) মো.শহীদুল ইসলাম (ক্যামেরা), এবং এইচ এম আলমগীর হোসেন (কলম) প্রতীকে লড়াই করবেন।

১৬ জন সদস্য (ভোটার) তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। ৩ জন প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দিতা হবে। অন্যান্য পদের প্রার্থীরা ইতো মধ্যৈই বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়েছেন তারা হলেন, সাংগঠনিক সম্পাদক চিংওয়ামং মারমা মিন্টু, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো.আকতার হোসেন,দপ্তর ও পাঠাগার সম্পাদক মো.কাউছার হামিদ আপন,অর্থ সম্পাদক মো.মোকতাদের হোসেন,ক্রীড়া সম্পাদক মো.জাকির হোসেন হয়েছেন। নির্বাচন উৎসবমূখর পরিবেশে আগামী ৬ আগস্ট শুক্রবার নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন এস এম জাহাঙ্গীর আলম, নির্বাচন কশিনার মো: মনির হোসেন ও সহকারি নির্বাচন কমিশনার নিয়োগ দেয়া হয়েছে মো: রবিউল হোসেনকে।