রাঙামাটি প্রতিনিধি: নিরাপদ খাদ্য দিবস উপলক্ষে রাঙামাটিতে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২ফেব্রুয়ারী) সকালে দিবসটি উপলক্ষ্যে জেলা প্
রাঙামাটি প্রতিনিধি: নিরাপদ খাদ্য দিবস উপলক্ষে রাঙামাটিতে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২ফেব্রুয়ারী) সকালে দিবসটি উপলক্ষ্যে জেলা প্রশাসনের সন্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মানজারুল মান্নান।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম শফি কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অতিরিক্ত পুলিশ সুপার মো: জাহাঙ্গীর আলম ,জেলা মৎস্য কর্মকর্তা আব্দুর রহমান, সমাজ সেবা বিভাগের উপ-পরিচালক রুপ্না চাকমা, ক্যাব’র সম্পাদক মো: মোস্তফা কামাল বক্তব্য রাখেন। আলোচনা সভায় নিরাপদ খাদ্য দিবস এর মূল প্রতিপাদ্য বিষয় উপস্থাপন করেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার শাহিদা আলম ও সিরাজুল ইসলাম
আলোচনা সভায় বক্তারা বলেছেন সুস্থ্য সবল জাতি গঠনে নিরাপদ খাদ্যের বিকল্প নাই। নিরাপদ খাদ্য নিশ্চিত কল্পে সরকার যে সব আইন প্রনয়ন করছেন তার সুষ্ঠু প্রয়োগ নিশ্চিত করণের পাশাপাশি নিরাপদ খাদ্য নিশ্চিতকল্পে ব্যাপক জনসচেতনতা সৃষ্ঠি করতে হবে।