• December 10, 2024

রাঙ্গামাটিতে সড়ক দুর্ঘটনায় আহত ৫

স্টাফ রিপোর্টার: রাঙ্গামাটি শহরের ভেদভেদী বেতার কেন্দ্র এলাকায় ট্রাক ও সিএনজি মুখোমুখি সংর্ঘষে অন্তত ৫জন আহত হয়েছে। আহতরা হলেন, আব্দুল মালেক (৪৫), উজ্জ্বল দত্ত (৪০), দিলোয়ারা বেগম (৩৮), আব্দুল বাতেন (৪৫) ও তাহমিনা আক্তার (২৮)। ২৩ সেপ্টেম্বর রবিবার দুপুরে এ ঘটনা ঘটে।

সূত্রে জানা যায়, রাঙ্গামাটি থেকে একটি ট্টাক (নোয়াখালি-ড ১১-০২৫৩) চট্টগ্রাম যাচ্ছিল। এসময় চট্টগ্রাম থেকে ৫জন যাত্রী নিয়ে একটি সিএনজি (অটোরিক্সা নং চট্টমেট্টো-থ ১২-৪২৪৪)রাঙ্গামাটি শহরের ভেদভেদী বেতার কেন্দ্র এলাকায় প্রবেশ করলে ট্রাকের সাথে মুখোমুখি সংর্ঘষ হয়। এসময় আটোরিক্সাটি দুমরে মুচরে যায়।
মারাত্মক আহত যাত্রী আব্দুল মালেক (৪৫), উজ্জ্বল দত্ত (৪০), দিলোয়ারা বেগম (৩৮), আব্দুল বাতেন (৪৫) ও তাহমিনা আক্তার (২৮)। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায়, পুলিশ ও সেনা সদস্যরাসহ স্থানীয়রা। আহতদের উদ্ধার করে রাঙ্গামাটি সদর হাসপাতালে নিয়ে আসে। তাদের মধ্যে দিলোয়ারা বেগম, উজ্জ্বল দত্ত ও তাহামিনার অবস্থা অবনতি হলে রাঙ্গামাটি সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাদের চট্টগ্রাম মেডিকেলে প্রেরণ করেন।

পুলিশ ফারির এস আই মো. ইউসুফ এঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশংকাজনক তাদেরকে উন্নত চিকিৎসার জন্য দ্রুত চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয়েছে। ঘাতক ট্রাক চালককে আটক করা সম্ভব না হলেও ট্রাকটি পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। সড়ক দুর্ঘটনায় আহত বাকি দু’জন রাঙ্গামাটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post