Homeস্লাইড নিউজচট্টগ্রাম সংবাদ

রাঙ্গুনিয়ায় বিষপানে মহিলার আত্মহত্যা

রাঙ্গুনিয়া প্রতিনিধি: রাঙ্গুনিয়া উপজেলার পোমরা পারিবারিক কলহের জের ধরে কীটনাশক বিষ পানে মনোয়ারা বেগম (৪৫) নামের এক মহিলার গতকাল মঙ্গলবার মৃত্যু হয়েছে।

রাঙ্গুনিয়ায় গরম কাপড় দোকানগুলো পুরোদমে জমে উঠেছে
ফটিকছড়িতে ছাত্রলীগের আয়োজনে নবীন বরণ অনুষ্টান
করোনায় দেশজুড়ে সেনাবাহিনীর প্রশংসনীয় উদ্যোগে জনমনে সন্তোষ

রাঙ্গুনিয়া প্রতিনিধি: রাঙ্গুনিয়া উপজেলার পোমরা পারিবারিক কলহের জের ধরে কীটনাশক বিষ পানে মনোয়ারা বেগম (৪৫) নামের এক মহিলার গতকাল মঙ্গলবার মৃত্যু হয়েছে। মহিলার মৃত্যু নিয়ে এলাকায় ভিন্ন ভিন্ন বক্তব্য পাওয়া গেছে। স্থানীয় একটি সূত্র জানায়, পরিকল্পিত ভাবে হত্যা করে মুখে বিষ ঢেলে আতœহত্যা ঘটনা বলে সাজানো হচ্ছে। অন্যপক্ষ বলছে পারিবারিক বিষয়ে সামান্য কথা কাটাকাটি নিয়ে মনোয়ারা বেগম অভিমানে সকলের অগোচরে বিষপান করেন। তবে কি কারনে মহিলার মৃত্যু হয়েছে রাঙ্গুনিয়া থানা পুলিশ তদন্ত চালাচ্ছে।

জানা যায়, উপজেলার পোমরা ইউনিয়নের হিলাগাজী পাড়ায় মনোয়ারা বেগম সহ পরিবারের সকলে প্রতিদিনের ন্যায় ঘুমিয়ে পড়েন। রাতে সকলের অগোচরে মনোয়ারা বেগম বাড়িতে রাখা জমির ক্ষেতের ব্যবহারের কীটনাশক পান করেন। রাতে মুমুর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে রোগীর অবস্থা গুরুতর হওয়ায় চমেক হাসপাতালে প্রেরণ করা হয়। চিকিৎসাধীন অবস্থায় গতকাল সকালে মনোয়ারা বেগম মৃত্যুর কোলে ঢলে পড়েন। এ ব্যাপারে রাঙ্গুনিয়া মডেল থানার এস আই মো. ইসমাইল হোসেন বলেন, কি কারনে মহিলার মৃত্যু হয়েছে তা তদন্ত চলছে।