রাঙ্গুনিয়া পৌরসভা নির্বাচনে ৬ মেয়রসহ ৫৭ প্রার্থীর মনোনয়ন ফরম সংগ্রহ
শান্তি রঞ্জন চাকমা,রাঙ্গুনিয়া: রাঙ্গুনিয়া পৌরসভা নির্বাচনে বুধবার পর্যন্ত ৬ মেয়র সহ ৫৭ প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। পঞ্চম ধাপে রাঙ্গুনিয়া পৌরসভার নির্বাচন আগামী ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। পৌরসভা নির্বাচনকে ঘিরে ভোটারদের মাঝে উৎসবের আমেজ দেখা গেছে।
মেয়র পদে রাঙ্গুনিয়া পৌরসভা আওয়ামী লীগের সভাপতি মো. আসলাম খাঁন, পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আবদুল ছালাম, উপজেলা যুবদলের সাবেক আহবায়ক মো. একতিয়ার হোসেন, পৌরসভা যুবদলের সাবেক আহবায়ক আবদুল শুক্কুর, জেলা যুবদলের শ্রম বিষয়ক সম্পাদক মো. সেকান্দর, জেলা যুবদলের সদস্য মো. জসিম উদ্দিন। কাউন্সিলর পদে ৪২ জন, সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৯ জন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী নির্ধারণে সম্ভাব্য প্রার্থীদের নাম কেন্দ্রে পাঠানো হয়েছে এবং কেন্দ্র থেকে প্রার্থীরা দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। কয়েকদিনের মধ্যে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করবে আওয়ামী লীগ। পৌরসভা নির্বাচনে মেয়রপদে আওয়ামী লীগ ও বিএনপি প্রার্থীর ভোটের লড়াই চলবে বলে সাধারন ভোটাররা জানিয়েছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, পঞ্চম ধাপে রাঙ্গুনিয়া সহ দেশের ৩১টি পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। আগামী ২ ফেব্রুয়ারি পর্যন্ত মনোনয়ন ফরম সংগ্রহ করে জমা দেওয়া যাবে। ৪ ফেব্রুয়ারি যাছাই এবং ১১ ফেব্রুয়ারি প্রার্থীতা প্রত্যাহারের তারিখ নির্ধারণ করা হয়।