• June 16, 2025

রামগড়ের ইউএনও’র পদোন্নতি জনিত বদলি’র বিদায় সংবর্ধনা 

 রামগড়ের ইউএনও’র পদোন্নতি জনিত বদলি’র বিদায় সংবর্ধনা 

রতন বৈষ্ণব ত্রিপুরা, রামগড়: রামগড় উপজেলা নির্বাহী অফিসার মমতা আফরিন এর এডিসি পদে পদোন্নতি জনিত বদলী হওয়ায় আজ রবিবার সকাল সাড়ে ১০টায় পৌরসভা সম্মেলন কক্ষে বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে রামগড় পৌর সভার কর্মকর্তা- কর্মচারি কর্তৃক আয়োজিত বিদায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর সভার কর্মকর্তা, কর্মচারিগন প্রমুখ। বক্তাগন বলেন, রামগড় উপজেলা প্রশাসন ও পৌর প্রশাসক হিসেবে যোগদানের পর থেকে তিনি রামগড়ের সরকারি বেসরকারি কর্মকর্তা, রাজনৈতিক, সামজিক, সাংস্কৃতিক, স্থানীয় সাংবাদিক, সর্বোপরি রামগড় উপজেলা বাসীর মনজয় করে নিয়েছেন।

এ সময় বক্তারা প্রত্যেকে ইউএনও’র তাঁর পরিবারের কল্যাণ, সুস্থতা, দীর্ঘজীবন ও উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন। এদিকে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা- কর্মচারী, রাজনৈতিক নেতৃবৃন্দ, রামগড় পৌর সভা, সামাজিক সংগঠন, শিক্ষক-শিক্ষার্থী, রামগড় প্রেসক্লাব পরিবার, রংতুলি একাডেমি’র শিল্পী কলাকৌশলীগনের পক্ষ থেকে ফুল ও বিভিন্ন উপহারসহ সম্মাননা স্মারক প্রদান করা হয়।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post