• June 16, 2025

রামগড়ে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ সম্পন্ন

 রামগড়ে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ সম্পন্ন

রতন বৈষ্ণব ত্রিপুরা, রামগড়: “শিশু থেকে প্রবীণ, পুষ্টিকর খাবার সর্বজনীন”- এই প্রতিপাদ্যকে সামনে রেখে রামগড় উপজেলায় জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৫ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

৩ জুন মঙ্গলবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও উপজেলা পুষ্টি সমন্বয়ক কমিটির সদস্য সচিব ডা: এবিএম মোজাম্মেল হক এর সভাপতিত্বে স্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে সাত দিনব্যাপী পুষ্টি সপ্তাহ উপলক্ষে পুষ্টি বিষয়ক চিত্রাংকন, কুইজ ও রচনা প্রতিযোগিতার মধ্যেদিয়ে সমাপনী অনুষ্ঠান আয়োজন ও বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়।

অনুষ্ঠানে পুষ্টিবিদ সুইসাউ মারমা’র সঞ্চালনায় রামগড় উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ আজিজুর রহমান আঞ্জুম , শিক্ষা অফিসার মোঃ সফিকুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা জাহাঙ্গীর আলম, রামগড় থানার এসআই রাজু আহমেদ সহ শিক্ষক, শিক্ষার্থী, স্বাস্থ্যকর্মী, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post

Leave a Reply