• June 16, 2025

রামগড়ে জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৫ উদযাপন

 রামগড়ে জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৫ উদযাপন

রতন বৈষ্ণব ত্রিপুরা, রামগড়: খাগড়াছড়ির রামগড় উপজেলায় উদযাপন করা হয়েছে জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৫ উদ্বোধন করা হয়েছে।

“শিশু থেকে প্রবীণ পুষ্টিকর খাবার সর্বজনীন “এ প্রতিপাদ্যকে সামনে রেখে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে ও উপজেলা স্বাস্থ্য বিভাগ এর বাস্তবায়নে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮মে) সকাল ১১টায় রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সম্মেলন কক্ষে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও উপজেলা পুষ্টি সমন্বয়ক কমিটির সদস্য সচিব ডাঃ এবিএম মোজাম্মেল হক এর সভাপতিত্বে উক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় ২৮মে থেকে ৩ জুন পর্যন্ত জাতীয় পুষ্টি সপ্তাহের ওপর বক্তারা গুরুত্বপূর্ণ সহ বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন। এসময় রামগড় উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ আজিজুর রহমান আঞ্জুম , শিক্ষা অফিসার মোঃ সফিকুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা জাহাঙ্গীর আলম, রামগড় থানার এসআই আনিস সহ শিক্ষক, শিক্ষার্থী, স্বাস্থ্যকর্মী, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকসহ রামগড় সরকারী উচ্চ বিদ্যালয়ের বাদক দল উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে ১০জন হতদরিদ্র পরিবারের মাঝে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে পুষ্টিকর খাবারের পুষ্টি বক্স বিতরণ করা হয়।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post