• April 29, 2025

রামগড়ে জামায়াতে ইসলামীর আয়োজনে ইফতার মাহফিল

 রামগড়ে জামায়াতে ইসলামীর আয়োজনে ইফতার মাহফিল

রতন বৈষ্ণব ত্রিপুরা,রামগড়: পবিত্র মাহে রমজান উপলক্ষে রামগড় উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ২০মার্চ (বৃহ:বার) বিকাল ৫ টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী রামগড় উপজেলা শাখার আয়োজনে রামগড় গণিয়াতুল উলুম সিনিয়র ফাজিল মাদ্রাসা ময়দানে পবিত্র মাহে রমজানের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা এবং ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামী’র সেক্রেটারী মো. আনোয়ার হোসেন এর সঞ্চালনায় বাংলাদেশ জামায়াতে ইসলামী রামগড় উপজেলা আমীর মো. ফয়েজুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী এডভোকেট ইয়াকুব আলী চৌধুরী উপস্থিত ছিলেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলার বাংলাদেশ জামায়াতের ইসলামীর আমীর অধ্যাপক সৈয়দ মো: আব্দুল মোমেন। এতে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতের ইসলামী খাগড়ছড়ি জেলার সহ- সাধারণ সম্পাদক মো: ইউসুফসহ উপজেলা ও জামায়াতে ইসলামী ও ছাত্র শিবিরের দায়িত্বশীল ও কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী মানুষের অধিকার আদায়ে কাজ করে যাচ্ছে। আগামী দিনের ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে সর্বদা কাজ করে যাচ্ছে। তার উদাহরণ সাবেক বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক মাওলানা মতিউর রহমান নিজামী। যিনি রাস্ট্রের মন্ত্রীত্বে থাকাকালীন সময়ে সরকারি কোষাগারকে সম্মৃদ্ধশালী করেছেন। বিশেষ অতিথি থেকে প্রধান আলোচক বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী এডভোকেট ইয়াকুব আলী চৌধুরী তার বক্তব্যে বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের জুলুম নির্যাতনের মাধ্যমে ইসলামের আলোকে নিভিয়ে দিতে চেয়েছিল, বিগত দিনে আওয়ামী সরকারের দোসররা পবিত্র রমজানের রোজা রাখার পর ইফতার পর্যন্ত করতে দেয়নি। এখনো পর্যন্ত আমাদের প্রিয় ভাইয়েরা মজলুম হয়ে কারাগারে আছেন। আমরা সরকারের মাননীয় উপদেষ্টাগণকে মুক্তির আহবান জানাচ্ছি।

সভাপতির বক্তব্যে রামগড় উপজেলা জামায়াতের আমীর ফয়েজুর রহমান বলেন, আজকে দীর্ঘ ১৭ বছর পর এই উম্মুক্ত ময়দানে ইফতার মাহফিলের আয়োজন করতে পেরে মহান আল্লাহর শুকরিয়া আদায় করছি। পাশাপাশি আগামী দিনে জাতি,ধর্ম,বর্ণ নির্বিশেষে সকলের প্রচেষ্টায় রাস্ট্র গঠনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাথে ঐক্যবদ্ধ থাকার আহবান জানাচ্ছি। পরিশেষে বিশেষ মোনাজাত করা হয় মোনাজাত পরিচালনা করেন রামগড় থানা জামে মসজিদের ইমাম ও খতিব কামরুল ইসলাম।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post