রামগড়ে পুতুল স্মৃতি মেধা বৃত্তি প্রদান অনুষ্ঠান
রতন বৈষ্ণব ত্রিপুরা, রামগড়: শিক্ষার মানোন্নয়নে শিক্ষকের পাশাপাশি সচেতন মহলসহ অভিভাবকদের এগিয়ে আসতে হবে। শিক্ষার মানোন্নয়নে শুধু শিক্ষিত নয়। সুশিক্ষায় শিক্ষিত এবং ধর্মীয় অনুশাসন মেনে চললে সব খারাপ কাজ থেকে নিজেকে পবিত্র রাখা সম্ভব। তাই ধর্মীয় অনুশাসন মেনে চলা এবং সুশিক্ষায় শিক্ষিত হতে শিক্ষার্থীদের প্রতি আহবান জানান। পুতুল ফাউন্ডেশন কর্তৃক মেধা বৃত্তি প্রদান করে যে ভাবে এগিয়ে যাচ্ছেন তেমনি আগামীতে এভাবে পুরো খাগড়াছড়ি জেলায় আমাদের প্রত্যেকে যারযার অবস্থান থেকে শিক্ষক অভিভাবকে মেধা সৃষ্টি লক্ষে ভূমিকা রাখার আহবান জানান।
পুতুল ফাউন্ডেশনের বৃত্তির চেক ও ক্রেসসহ পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিদ্যুৎ ও জ্বালানী- খনিজ সম্পদ মন্ত্রণালযের উপসচিব জনাব হাসনাত মোরর্শেদ ভূইয়া অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে তার বক্তব্যে এসব কথা বলেন।
রামগড়ে পুতুল ফাউন্ডেশন আয়োজনে পুতুল স্মৃতি মেধা বৃত্তি প্রদান অনুষ্ঠান ২০২৪ইং বৃহ:বার(২৬ ডিসেম্বর) দুপুরে পরিষদ মিলনায়তনে অংশ গ্রহনকারী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের মাঝে মেধা বৃত্তি প্রদান করা হয়। এসব শিক্ষা প্রতিষ্ঠানের দশম শ্রেনীতে সর্বোচ্চ নম্বর পেয়ে উর্ত্তীণ দুই শিক্ষার্থীকে চেকসহ বাকীদের ক্রেস ও বই তুলেদেন। অনুষ্ঠানে পুতুল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ঢাকা মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের গ্যাস্ট্রো এন্টারোলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. নিখিল চন্দ্র নাথের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্যে রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতা আফরিন, সাবেক জেলা পরিষদ সদস্য মংপ্রু চৌধুরী, রামগড় স, কলেজের সহযোগী অধ্যাপক ও অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মংসাজাই মারমা, ওসি মঈন উদ্দিন, জেলা বিএনপির সহ- সভাপতি হাফেজ আহম্মদ ভূইয়া প্রমূখ।
এতে সিনিয়র সাংবাদিক নিজাম উদ্দিন লাভলু সঞ্চালনায় রামগড় স, উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক( ভারপ্রাপ্ত) আব্দুল কাদের ও রামগড় বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক(ভারপ্রাপ্ত) কাজী নাজমুল হুদা, রাসউবি সিনিয়র শিক্ষক রাশেদুল ইসলামসহ শিক্ষার্থী ইসরাত জাহান চৌধুরী সিফাত- নূর-এ তাহির আরাবী বক্তব্যে রাখেন। এতে উপস্থিত ছিলেন উপজেলার রাজনৈতিক-সামাজিক জনপ্রতিনিধি,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী সহ স্থানীয় সাংবাদিক বৃন্দ।