রামগড়ে বন্যা পরবর্তীতে ত্রাণ সামগ্রী বিতরণ

 রামগড়ে বন্যা পরবর্তীতে ত্রাণ সামগ্রী বিতরণ

রামগড়(খাগড়াছড়ি) প্রতিনিধি: সারাদেশের ন্যায় খাগড়াছড়ির রামগড়ে সাম্প্রতিক সময়ে স্মরণকালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারদের মাঝে ত্রাণ সামগ্রি বিতরণের মধ্যেদিয়ে বন্যার্তদের পাশে দাঁড়িয়েছেন ” রামগড় উপজেলা শিক্ষক সমিতি’র ” পরিবার । ১৫ সেপ্টেম্বর রবিবার ৫৩ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রি বিতরণ করা হয়। যা পরিবার প্রতি চাল, মসুর ডাল, আলু, তেল, চিনি দেওয়া হয়। রামগড় গণিয়াতুল উলুম সিনিয়র মাদ্রাসা কার্যালয়ে রবিবার সকাল ১১টায় উক্ত ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রামগড় গণিয়াতুল উলুম সিনিয়র ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ ফখরুল ইসলাম।

এসময় রামগড় বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও রামগড় উপজেলা শিক্ষক সমিতির সভাপতি কাজী নাজমুল হুদা এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন চৌধুরী পাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কমল কৃষ্ণ রুদ্র, নাকাপা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিকা রায়, বলিপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমা আক্তার, রামগড় আইডিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম প্রমূখ।

এতে আরো উপস্থিত ছিলেন, রামগড় উপজেলা শিক্ষক সমিতির সেক্রেটারি ও রামগড় রিপোর্টার্স ইউনিটির সভাপতি বাহার উদ্দিন,রামগড় গণিয়াতুল উলুম সিনিয়র ফাজিল মাদ্রাসার প্রভাষক আবুল কাসেম। উপস্থাপনায় রামগড় গণিয়াতুল উলুম সিনিয়র ফাজিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক জাহাঙ্গীর আলম। রামগড় উপজেলা শিক্ষক সমিতির সেক্রেটারি বাহার উদ্দিন বলেন, সাম্প্রতিক বন্যায় প্লাবিত বন্যার্ত ৫৩ পরিবারের মাঝে এ প্রথম ত্রাণ সামগ্রি বিতরণ করেন বলে জানান।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post