রামগড় স্থলবন্দর উন্নয়ন ও পরিবেশ সামাজিক বিষয়ে মতবিনিময় সভা
রামগড়(খাগড়াছড়ি): রামগড়ে বাংলাদেশ রিজিওনাল কানেক্টিভিটি প্রজেক্ট এক এর আওতায় রামগড় স্থলবন্দর উন্নয়ন এবং পরিবেশ ও সামাজিক বিষয়ে অংশগ্রহণকারীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সকাল সাড়ে এগারোটায় বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ কোন মন্ত্রণালয়ের উদ্যোগে রামগড় উপজেলা মিলনায়তনে রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা আ ন ম বদরুদ্দোজার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন প্রকল্প পরিচালক যুগ্ন সচিব হাবিবুর রহমান, বিশেষ অতিথি ছিলেন বিশ্বব্যাংকের প্রতিনিধি মিষ্টার ক্যান্টনমেন্ট,।
বক্তব্য রাখেন স্থলবন্দর কর্তৃপক্ষের উপ-প্রকল্প পরিচালক তত্ত্বাবধায়ক প্রকৌশলী হাসান আলী, রামগড় উপজেলা চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কারবারি, রামগড় পৌরসভার প্যানেল মেয়র আহসানুল্লাহ, সাংবাদিক নিজাম উদ্দিন লাভলু, সাংবাদিক নিজাম উদ্দিন, বিজিবি প্রতিনিধি নায়েক সুবেদার নজরুল ইসলাম, স্থানীয় হেডম্যান মংসুইপ্রু চৌধুরী প্রমূখ।
স্থানীয় বক্তারা বন্দরের বিভিন্ন স্থাপনা নির্মাণের জন্য ভূমি অধিগ্রহণের ফলে ক্ষতিগ্রস্থরা যাতে তাদের ন্যায্য ক্ষতিপূরণ, এবং পরবর্তীতে এই বন্দরে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হয় তার ওপর গুরুত্ব আরোপ করেন।
প্রধান অতিথি প্রকল্প পরিচালক যুগ্ন সচিব হাবিবুর রহমান জানান ভূমি অধিগ্রহণের ফলে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন ,সরকার তাদের যথাযথ ক্ষতিপূরণ এর ব্যবস্থা করবেন এবং ২০২৩সালের জুলাইয়ে প্রকল্পটির পূর্ণাঙ্গ বাস্তবায়ন হলে এলাকার ব্যাপক উন্নয়ন সহ সকলের কর্মসংস্থান নিশ্চিত করা হবে বলে তিনি আশা প্রকাশ করেন।