রামগড়ে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস পালনে প্রস্তুতি সভা

রতন বৈষ্ণব ত্রিপুরা, রামগড়: সারাদেশের ন্যায় রামগড় উপজেলায় আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস যথাযথ মর্যাদায় পালনের লক্ষে বুধবার সকাল সাড়ে ১১টায় এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
রামগড় উপজেলা নির্বাহী অফিসার মমতা আফরিন এর সভাপতিত্বে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মানস চন্দ্র দাস,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হাছিনা আক্তার, ওসি মিজানুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মফিজুর রহমান। এতে আরো রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান এবং উপজেলা পর্যায়ের সরকারি- বেসরকারি কর্মকর্তাসহ সাংবাদিকগন উপস্থিত ছিলেন।
সভায় সিদ্ধান্ত হয় যে, ২০ফেব্রুয়ারি রাত ১২টা ১ মিনিটে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি, বেসরকারি ভবন ও প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত করণ, চিত্রাংকন প্রতিযোগিতা, বাদ জোহর মসজিদে মিলাদ- দোয়া, মোনাজাত, মন্দিরে প্রার্থনা অনুষ্ঠান এর মধ্য দিয়ে মহান আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস পালন করা সিদ্ধান্ত গৃহীত হয়।