রামগড়ে নবাগত ইউএনও’র সাথে সংবাদকর্মীদের নিয়ে মতবিনিময়
রামগড় প্রতিনিধি: রামগড় উপজেলায় সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার আ,ন,ম বদরুদ্দোজা এর সাথে স্থানীয় সংবাদকর্মীদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
রবিবার (২৬ ফেব্রুয়ারি ) সকাল সাড়ে ১১টায় উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। নবাগত ইউএনও বলেন প্রশাসনের উদ্যোগে বিভিন্ন সরকারি কর্মকান্ডের ক্ষেত্রে উপজেলায় দায়িত্বরত সকল গণমাধ্যম কর্মীদের সহযোগিতা প্রত্যাশা করেন। তিনি ও তাঁর পক্ষ থেকে সকল সংবাদকর্মীর পেশাগত দায়িত্ব পালনের বিষয়ে তথ্য প্রদানে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
আ,ন, ম বদরুদ্দোজা রামগড় উপজেলায় যোগদান করেন গত ২৩ ফেব্রুয়ারি ২০২০ইং। এর পূর্বে তিনি চট্রগ্রাম জেলার চন্দনাইস উপজেলার নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। পরে রামগড় উপজেলা প্রেস ক্লাবের নেতৃবৃন্দের পক্ষথেকে নবাগত ইউএনওকে ফুলেল শুভেচ্ছা জানান।