রামগড়(খাগড়াছড়ি)প্রতিনিধি: খাগড়াছড়ির রামগড় ৪৩ বিজিবি ও জোন কর্তৃক পরিচালিত দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রের ৪১তম ব্যাচের কম্পিউটার প্রশিক্ষণর্থী ২৭ জ
রামগড়(খাগড়াছড়ি)প্রতিনিধি: খাগড়াছড়ির রামগড় ৪৩ বিজিবি ও জোন কর্তৃক পরিচালিত দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রের ৪১তম ব্যাচের কম্পিউটার প্রশিক্ষণর্থী ২৭ জনের মাঝে পুরস্কার প্রদান ও সনদপত্র বিতরণ করা হয়।
রবিবার (৬ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় রামগড় জোন মহিলা কল্যাণ সমিতি প্রশিক্ষণ হল রুমে ৪৩বিজিবি অধিনায়ক ও জোন পরিচালক লে. কর্নেল মো. হাফিজুর রহমান পিএসসি প্রধান অতিথি থেকে উক্ত সনদপত্র ও পুরস্কার প্রদান করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জোন পরিচালক লে. কর্নেল মো. হাফিজুর রহমান পিএসসি বলেন, রামগড় জোন অপারেশন এবং দৈনন্দিন কার্যক্রমের পাশাপাপাশি এলাকার শান্তি সম্প্রীতি ও উন্নয়ন এবং এলাকায় আর্থসামাজিক উন্নয়নের লক্ষে বিভিন্ন ধরনের উন্নয়ন মূলক কর্মকাণ্ড পরিচালনা করছে,তারই একটি অন্যতম কার্যক্রম হচ্ছে বেকার যুবক যুবতীদের বিভিন্ন প্রশিক্ষণ প্রদান।আমি আশা করি আপনারা এই প্রশিক্ষণ আগ্রহ সহকারে গ্রহন করে আপনাদের ব্যক্তি জীবনসহ দেশের আর্থসামাজিক উন্নয়নে অগ্রনী ভূমিকা রাখবেন।
তিনি আরো বলেন ভবিষ্যতে ও এ ধরনের কার্ষক্রম অব্যাহত থাকবে। অনুষ্ঠানে নায়ক আকবর এর সঞ্চালনায় ৪৩বিজিবি’র সহকারী পরিচালক রাজু আহাম্মেদ, জোন এনসিও ঠান্ডু মিয়া, বিজিবি সদস্যসহ প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থী সহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।