রামগড়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

Homeস্লাইড নিউজশিরোনাম

রামগড়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

রামগড় প্রতিনিধি: খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু'র গাড়ির ওপর হামলা চেষ্টার প্রতিবাদে  রামগড়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে রামগড়

মানিকছড়িতে মাশরুম চাষ বিষয়ক প্রশিক্ষণ ও বীজ বিতরণ
১০ মার্চ খাগড়াছড়িতে পূর্ণসায়ত্তশাসন দিবস পালন করবে পিসিপি
শিক্ষার মান উন্নয়নে পানছড়িতে মতবিনিময় সভা
রামগড় প্রতিনিধি: খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু’র গাড়ির ওপর হামলা চেষ্টার প্রতিবাদে  রামগড়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে রামগড় উপজেলা আ’লীগ এবং অঙ্গসংগঠন।
আজ মঙ্গলবার সকালে মিছিলটি পুরো রামগড় বাজার প্রদক্ষিণ করে পুলিশ বক্সের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এসময় বক্তব্য রাখেন রামগড় উপজেলা আ’লীগের সভাপতি মোস্তফা হোসেন,সাধারন সম্পাদক নুরুল আলম আলমগীর,রামগড় উপজেলা আ’লীগের যুগ্ম সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বিশ্ব ত্রিপুরা,রামগড় পৌর আ’লীগের সভাপতি ও পৌর মেয়র রফিকুল আলম কামাল সহ প্রমুখ।
এসময় বক্তারা জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু’র ওপর গাড়িতে হামলা চেষ্টার সাথে জড়িত ব্যক্তির দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি করেন।
উল্লেখ্য,গতকাল সোমবার খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপুকে বহনকারী সরকারি গাড়িতে হামলা চেষ্টার অভিযোগে রমজান হোসেন নামের এক কিশোরকে আটক করা হয়েছে।