রামগড়ে মৈত্রী সেতু পরিদর্শন করেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী
খাগড়াছড়ি প্রতিনিধি: কারো সাথে বৈরীতা নয়, সকলের সাথে বন্ধুত্বই জাতির পিতার পররাষ্ট্রনীতি, সেই নীতিকে অনুস্বরণ করেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের দিকে দেশ এগিয়ে যাচ্ছে, ভারত-বাংলাদেশ মৈত্রী সেতু তারই একটি উদাহরণ। বাংলাদেশের উন্নয়ন সমগ্র বিশ্বকে আজ তাক লাগিয়ে দিয়েছে। আমাদের এ উন্নয়ন কার্যক্রম অব্যাহত থাকবে।
দুপুরে খাগড়াছড়ির রামগড় স্থলবন্দরের উন্নয়ন কার্যক্রম পরিদর্শন ও অংশীজনদের সাথে মতবিনিময় কালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন, নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। বাংলাদেশ স্থলবন্দর কৃর্তৃপক্ষের অতিরিক্ত সচিব ও চেয়ারম্যান মোঃ আলমগীরের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুপ্রু চৌধুরী অপু, উপজেলা পরিষদের চেয়ারম্যান বিশ্ব প্রদিপ কাবারী, পৌর মেয়র রফিকুল আলম কামাল প্রমুখ উপস্থিত ছিলেন। এরআগে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, দ্রুত সময়ের মধ্যে ইমিগ্রেশন সহ বন্দরের সকল প্রকার কার্যক্রম শেষ হবে।