• December 13, 2024

লক্ষ্মীছড়ির দুল্যাতলী ইউনিয়নে জ্বালানি তেল, গ্যাস, বিদ্যুৎ সহ দ্রব্যমূল্যে বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ মিছিল

 লক্ষ্মীছড়ির দুল্যাতলী ইউনিয়নে জ্বালানি তেল, গ্যাস, বিদ্যুৎ সহ দ্রব্যমূল্যে বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ মিছিল

স্টাফ রিপোর্টার: জ্বালানি তেল, গ্যাস, বিদ্যুৎ সহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্যে বৃদ্ধির প্রতিবাদে খাগড়াছড়ি জেলার লক্ষীছড়ি উপজেলার ২নং দুল্যাতলী ইউনিয়ন বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২৪ আগষ্ট বুধবার সকালে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

উক্ত মিছিল ও সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লক্ষ্মীছড়ি উপজেলা বিএনপির সভাপতি মো: ফোরকান হাওলাদার। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো: মোবারক হোসেন, সাংগঠনিক সম্পাদক মো: শামশুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি মো: রফিকুল ইসলাম, মো: দেলোয়ার হোসেন, মো: রেজাউল করিম, মকবুল আহমেদ, উত্তম মারমা, মো: রিয়াজ উদ্দিনসহ সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা।

মগাইছড়ি বাজার প্রদক্ষিণ করে সমাবেশ শুরু করলে আওয়ামীলীগ বাধাঁ দেয় বলে অভিযোগ করা হয়। এসময় উত্তেজনা ছড়িয়ে পাওে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। পরে সমাবেশ শেষে বাড়ি ফেরার পথে উপজেলার ছাত্রদলের যুগ্ম আহবায়ক রবিউলসহ কয়েকজনের উপর হামলার অভিযোগ আনে বিএনপি।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post