লক্ষ্মীছড়িতে ছাত্রদলের আনন্দ মিছিল

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির কর্তৃক খাগড়াছড়ি জেলা ছাত্রদলের নতুন কমিটি অনুমোদন দেওয়ার খবরে লক্ষীছড়ি উপজেলা ছাত্রদল এক আনন্দ মিছিলের আয়োজন করেছে।
সোমবার বিকেলে আয়োজিত এ মিছিলটি লক্ষীছড়ি বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে উপজেলার বিভিন্ন মূল সড়ক প্রদক্ষিণ করে লক্ষীছড়ি থানার সামনে এসে শেষ হয়। মিছিলে নেতৃত্ব দেন লক্ষীছড়ি উপজেলা ছাত্রদলের আহ্বায়ক উথোয়াইচিং মার্মা উত্তম ও সদস্য সচিব নাজমুল হোসেন।
মিছিল শেষে দুল্যাতলী ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক মোঃ আব্বাছের সঞ্চালনায় এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে নাজমুল হোসেন নবগঠিত খাগড়াছড়ি জেলা ছাত্রদলের হাতকে শক্তিশালী করতে এবং লক্ষীছড়ি উপজেলা ছাত্রদলকে আরও সুসংগঠিত করতে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
অন্যদিকে, লক্ষীছড়ি উপজেলা ছাত্রদলের আহ্বায়ক উথোয়াইচিং মার্মা উত্তম উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে মিছিলের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করেন।