লক্ষ্মীছড়িতে তৃণমূল উন্নয়ন সংস্থার উদ্যোগে ইয়ুথ গ্রুপের সদস্যদের নিয়ে সক্রিয়করণ সভা

স্টাফ রিপোর্টার: তৃণমূল উন্নয়ন সংস্থার উদ্যোগে লক্ষীছড়ি উপজেলার ৩০ জন ইয়ুথ গ্রæপের সদস্যদের নিয়ে উপজেলা হল রুমে “উপজেলা ইয়ুথ গ্রæপের সক্রিয়করণ সভা” অনুষ্ঠিত হয়েছে। ২১ আগষ্ট বুধবার সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষীছড়ি উপজেলা নির্বাহী অফিসার সুলতানা রাজিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মি. উনু মারমা, সদস্য, জেলা নাগরিক প্ল্যাটফর্ম ও মো. মোবারক হোসেন, সদস্য, জেলা নাগরিক প্ল্যাটফর্ম। সভায় সভাপতিত্ব করেন লক্ষীছড়ি উপজেলা ইয়ুথ গ্রæপের যুগ্ম আহŸায়ক, মো. আব্বাছ। সভা সঞ্চালনায় ছিলেন মি. মিহির কান্তি ত্রিপুরা, মনিটরিং এন্ড রিপোর্টিং অফিসার, আস্থা প্রকল্প, তৃণমূল উন্নয়ন সংস্থা এবং মি. তুহিন চাকমা, ফিল্ড অফিসার, আস্থা প্রকল্প মূল সহায়কের ভুমিকায় ছিলেন।
সভার শুরুতেই উপস্থিত সকলকে শুভেচ্ছা জানান প্রকল্পের ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর, মি. ধনেশ^র দেওয়ান, আস্থা প্রকল্প। তিনি প্রকল্প সম্পর্কে বিস্তারিত উপস্থাপন করতে গিয়ে বলেন, “কাউকে পিছনে রেখে নয়” সার্বিক উন্নয়নের জন্য সকলকে ঐক্যবদ্ধভাবে সমাজ উন্নয়নের মূল স্্েরাতে অংশীদারী হয়ে দায়িত্ব পালন করতে হবে। এটি সম্পূর্ণরুপে স্বেচ্ছাসেবীমূলক কাজ এবং সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠী, প্রান্তিক নারীদের উন্নয়নের জন্য যুবদেরকেই এগিয়ে আসতে হবে। জাতীয় যুব নীতিমালা ২০১৭-এর আলোকে যুবদেরকে সচেতন করে গড়ে তুলতে হবে। পাশাপাশি, নিজেদের দক্ষতা বৃদ্ধি করার জন্য স্ব-উদ্যোগী হয়ে কাজে লেগে থাকতে হবে। তিনি সরকারী-বেসরকারী পর্যায়ে লক্ষীছড়িবাসীর উন্নয়নের জন্য যাঁরা যাঁরা ভুমিকা রেখে চলেছেন তাঁদের সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
সিভিক প্ল্যাটফর্ম-এর সদস্য, মি. উনু মারমা বলেন, আগামীতে প্রকল্প কর্তৃক অনুষ্ঠিতব্য যেকোন কার্যক্রম বিশেষ করে প্রশিক্ষণে বিভিন্ন উপজেলার ইয়ুথ সদস্যদের সম্মিলিতভাবে ব্যাচ তৈরী করে প্রশিক্ষণ প্রদানের জন্য আহŸান জানান। কারণ, এর মধ্য দিয়ে ইয়ুথদের নিজেদের মধ্যে প্রকল্পের কাজের অভিজ্ঞতা বিনিময় হবে এবং নিজেদের কাজের মান বৃদ্ধির জন্য ইয়ুথ সদস্যরা পদক্ষেপ নিতে সক্ষম হবে। তিনি আরো বলেন, জাতীয় যুব নীতিমালা ২০১৭ এর আলোকে এবং উপজেলা নির্বাহী অফিসার মহোদয়ের নির্দেশনা মোতাবেক ইয়ুথরা সমাজে কল্যাণমূলক বিভিন্ন সামাজিক কাজে ভুমিকা রাখার জন্য আহŸান জানান।
উপজেলা নির্বাহী অফিসার তথা অদ্যকার সভার সম্মানিত প্রধান অতিথি মিসেস সুলতানা রাজিয়া বলেন, এই প্রকল্পের মূল উদ্দেশ্য হলো যুবদের মাঝে সামাজিক নেতৃত্ব গড়ে তোলা। এক্ষেত্রে, ইয়ুথরা নিজ নিজ এলাকায় সমাজের ইতিবাচক দিক পরিবর্তনের জন্য ভুমিকা রাখতে হবে। ইয়ুথরা যখনই কাউকে সুবিধা পাইয়ে দেয়ার প্রচেষ্টা করে এর মধ্য দিয়ে তাদের মাঝে সমাজ নির্ভরযোগ্যতা খুঁজে পায়। এরফলে, তার মাঝে মানুষের আস্থা জন্মে এবং ভবিষ্যতে এলাকার প্রতিনিধি হিসেবে পরিচিতি পেতে পারে। এই ইয়ুথ গ্রæপে সকল সম্প্রদায়, নারী-পুরুষ এবং প্রত্যেক ইউনিয়নের অংশগ্রহণ রয়েছে যেটা খুবই ভালো দিক। সুতরাং, সম্মিলিতভাবে যখন কোন উন্নয়নমূলক কাজ করার উদ্যোগ নেয়া হয়, তাহলে সকলের সাথে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাকবে। প্রধান অতিথি মহোদয় আরো বলেন, তৃণমূল উন্নয়ন সংস্থা কর্তৃক পরিচালিত আস্থা প্রকল্প যে উদ্দেশ্য ও লক্ষ্য নিয়ে কাজ শুরু করেছে তা বাস্তবায়নে পূর্ণ সহযোগীতা প্রদানের জন্য আশ^াস প্রদান করেন।
পরিশেষে, ইয়ুথ গ্রæপের যুগ্ম আহŸায়ক এবং অদ্যকার সভার সভাপতি মো. আব্বাছ সকলকে আজকের সভায় উপস্থিত হয়ে মূল্যবান পরামর্শ প্রদান করার জন্য কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে সভা সমাপ্তি ঘোষণা করেন।