লক্ষীছড়িতে সেনা অভিযানে ইউপিডিএফ (মূল) দলের সশস্ত্র সন্ত্রাসী আটক

 লক্ষীছড়িতে সেনা অভিযানে ইউপিডিএফ (মূল) দলের সশস্ত্র সন্ত্রাসী আটক

স্টাফ রিপোর্টার: খাগড়াছড়ি পার্বত্য জেলার লক্ষীছড়ি উপজেলার দেওয়ানপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে অবৈধ অস্ত্র, গোলাবারুদ ও অন্যান্য সরঞ্জামাদি সহ ইউপিডিএফ (মূল) দলের এক সন্ত্রাসীকে আটক করেছে সেনাবাহিনীর গুইমারা রিজিয়নের অধীনস্থ লক্ষীছড়ি জোন (৩২ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি) এর সদস্যরা।

১৩ সেপ্টেম্বর ২০২৪ তারিখ আনুমানিক মধ্যরাত ২ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে সেনা সদস্যরা দেওয়ানপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে অশ্ব কুমার চাকমা ওরফে রবি কুমার চাকমা (৫০) নামের এক সন্ত্রাসীকে ১টি দেশীয় তৈরি এলজি, ২ রাউন্ড কার্তুজ এবং ৩টি চাঁদা আদায়ের রশিদ সহ গ্রেফতার করে।

পরবর্তীতে আটককৃত সন্ত্রাসীকে লক্ষীছড়ি থানার পুলিশের নিকট হস্তান্তর করা হয়।

লক্ষীছড়ি থানার এসআই মো. কামাল উদ্দিন জানান, অস্ত্র আইনে মামলা রেকর্ড করে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post