• June 16, 2025

লক্ষ্মীছড়ি কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ঈদের প্রথম জামাত সকাল সাড়ে ৭টায়

 লক্ষ্মীছড়ি কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ঈদের প্রথম জামাত সকাল সাড়ে ৭টায়

স্টাফ রিপোর্টার: খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলায় এবার প্রথমবারের মত অনুষ্ঠিত হতে যাচ্ছে উপজেলা সদরের সকল মসজিদের মুসল্লিদের সম্মিলিতভাবে ঈদের নামাজ আদায়। আবহাওয়া ঠিক থাকলে ৭ জুন শনিবার সকাল সাড়ে ৭টায় ঈদ-উল আযহার ঈদের নামাজের প্রথম জামাত অনৃুষ্ঠিত হবে। লক্ষ্মীছড়ি থানা মসজিদের পেশ ইমাম মাওলানা মো: আনোয়ার উল্লাহ প্রথম জামাতের নামাজের ঈমামতি করবেন।

জানা যায়, লক্ষ্মীছড়ি উপজেলা সদর মসজিদ, থানা মসজিদ ও বাজার মসজিদ ও পাশ^বর্তি এলাকার সকল ধর্মপ্রাণ মুসল্লিরা এই ঈদের নামাজে অংশ গ্রহণ করবেন। থানা মসজিদ সংলগ্ন কেন্দ্রীয় ঈদগাহ মাঠে এই নামাজ অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে মাঠ সজ্জাসহ যাবতীয় কাাজ ইতি মধ্যেই সম্পন্ন করা হয়েছে। ঈদগাহ মাঠ প্রস্তুত করতে লক্ষ্মীছড়ি উপজেলা প্রশাসন আর্থিক সহায়তা প্রদান করেন।

মাওলানা মো: আনোয়ার উল্লাহ বলেন, দীর্ঘ দিন পরে হলেও আমরা সদরে বসবাসরত সকল মুসল্লিরা একত্রিত হয়ে নামাজ আদায় করবো ইনশাল্লাহ। ঈদগাহ মাঠ প্রস্তুত করতে উপজেলা নির্বাহী অফিসার সেটু কুমার বড়ুয়াকে এলাকাবাসীর পক্ষ হতে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তিনি। কেন্দ্রীয় ঈদগাহ পরিচালনা কমিটি সকল ধর্মপ্রাণ মুসল্লিদের একত্রে ঈদের নামাজ আদায় করার আহবান জানিয়েছেন।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post

Leave a Reply