• June 16, 2025

লক্ষ্মীছড়িতে নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগ নেতা আটক

 লক্ষ্মীছড়িতে নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগ নেতা আটক

স্টাফ রিপোর্টার: খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলায় নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের এক নেতাকে আটক করেছে পুলিশ।

লক্ষ্মীছড়ি থানার পুলিশের সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে বিশেষ অভিযান চালিয়ে দুল্যাতলী ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক লাথই মারমা(৩৮), পিতা চাইলা প্রু মারমাকে মগাইছড়ি এলাকা থেকে আটক করা হয়।

এর আগে মো: আব্দুল কাদের বাদী হয়ে লক্ষ্মীছড়ি থানায় একটি মামলা রুজু করলে পুলিশ এ অভিযান চালায়। এ মামলায় ১০ জনের নাম উল্লেখসহ আরো ১০/১২জনকে অজ্ঞাতনামা আসামী করা হয়। বাদী তার মামলার এজাহারে উল্লেখ করেন নিষিদ্ধ সংগঠনের পলাতক থাকা থানায় এজাহারভুক্ত মামলার আসামী উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো: নুরে আলমকে ধরতে গেলে বাদীর উপর হামলা চালিয়ে পালিয়ে যায় বলে এজাহারে উৃল্লেখ করা হয়।

লক্ষ্মীছড়ি থানার অফিসার ইনচার্জ মু. খালেদ হোসেন জানান, অভিযান চালিয়ে একজনেক আটক করা হয়েছে বাকী আসামীদের আটকের চেষ্টা চলছে।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post