লক্ষ্মীছড়িতে মৎস্য চাষিদের মাঝে মাছের খাদ্য বিতরণ

filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; module: j; hw-remosaic: 0; touch: (-1.0, -1.0); modeInfo: ; sceneMode: Night; cct_value: 0; AI_Scene: (-1, -1); aec_lux: 130.17035; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~15: 0.0;
স্টাফ রিপোর্টার: খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলায় মৎস্য চাষিদের মাঝে মাছের খাদ্য বিতরণ করা হয়েছে। ২২ মে বৃহস্পতিবার সকালে উপজেলা মৎস্য অফিসের মাধ্যমে ৪১জন মৎস্য চাষিদের মাঝে এ খাবার বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার সেটু কুমার বড়ুয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মৎস্য চাষিদের মাঝে এ খাদ্য বিতরণ করেন।
এসময় উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মো: সফিউল ইসলাম, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোহাম্মদ সোহরাব হোসেন ভূইয়া, উপজেলা বিএনপির সভাপতি মো: ফোরকান হাওলাদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
উপজেলা মৎস্য কর্মকর্তা উচিৎময় চাকমাা বলেন, এ লক্ষ্মীছড়ি উপজেলার ৪১জন মৎস্য চাষিদের নামের তালিকা বাছাই করে প্রতিজনকে ২৫ কেজি হারে ২বস্তা মাছের খাবার বিতরণ করা হয়।