• June 16, 2025

লক্ষ্মীছড়িতে স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

 লক্ষ্মীছড়িতে স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার: খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলায স্থানীয় ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার ও প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।

২২ মে বৃহস্পতিবার দিন ব্যাপী এ সেমিনারের আয়োজন করা হয়। সেমিনারে সভাপতিত্ব করেন লক্ষ্মীছড়ি উপজেলা নির্বাহী অফিসার সেটু কুমার বড়ুয়া। মুখ্য প্রবন্ধ উপস্থাপক ছিলেন ঢাকা বিসিএসআইআর সাইন্টিফিক অফিসার আবু ইউসুফ। বিশেষ অতিথি ছিলেন, ঢাকা বিসিএসআইআর সাইন্টিফিক অফিসার মো. মাসুদ পারভেজ।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রনালয়ের আয়োজনে লক্ষ্মীছড়ি উপজেলা প্রশাসন এ সেমিনার বাস্তবায়ন করে।

এর আগে উদ্ভাবিত প্রদর্শনী পরিদর্শন করেন অতিথিরা। পরে সেমিনারের মূল বিষয়বস্তুর আলোকে প্রোজেক্টরের মাধ্যম উদ্ভাবনী বিষয় প্রদর্শন করা হয়। সেমিনারে ১১ টি স্টল প্রদর্শন করা হয়।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post