• March 28, 2025

লক্ষ্মীছড়িতে স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আটক

 লক্ষ্মীছড়িতে স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আটক

স্টাফ রিপোর্টার: খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সাধন দে পুলিশের হাতে আটক হওয়ার খবর পাওয়া গেছে।

৬ অক্টোবর রবিবার রাতে হাতিছড়া বাসা থেকে সাধন দে (৩৮), পিতা-কাঞ্চন কুমার দে, সাং হাতিছড়া থেকে আটক করা হয়। উপজেলা বিএনপির কার্যালয় ভাংচুরের মামলায় তাকে আটক করা হয় বলে পুলিশ জানিয়েছে। আটকের পর সোমবার দুপুরে খাগড়াছড়ি আদালতে পাঠানো হয়।

লক্ষ্মীছড়ি থানার অফিসার ইনচার্জ মো: খালিদ হোসেন দেওয়ান জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে থানায় মামলা রয়েছে, সেই আলোকেই পুলিশ গ্রেফতার করেছে। এই মামলায় আরো যারা আসামী রয়েছে তাদেরকেও আটকের জোড় তৎপরতা চালাচ্ছে পুলিশ এমনটাই জানান তিনি।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post