বাইন্যাছোলা-মানিকপুর হাইস্কুলে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করলেন জোন কমান্ডার
স্টাফ রিপোর্টার: খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলায় সেনাবাহিনীর পরিচালিত বাইন্যাছোলা-মানিকপুর হাইস্কুলে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করলেন অনৃুষ্ঠানের প্রধান অতিথি জোন কমান্ডার লে: কর্ণেল তাজুল ইসলাম, পিএসসি, জি।
২৪ নভেম্বর রবিবার সকালে শিক্ষার্থীদের মাঝে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা এবং পার্বত্য জনপদের উন্নয়নে ছাত্র সমাজের ভূমিকা শীর্ষক রচনা প্রতিযোগীতার আয়োজন শেষে বিজয়ীদের মাঝে এ পুরস্কার বিতরণ করেন।
এসময় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে লক্ষ্মীছড়ি জোনের মেজর মীর মোহাম্মদ ফাহাদ বিন আসাদ, বাইন্যাছোলা মানিকপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নাজমুল হুদা নিবিড়, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সহ-সভাপতি মোঃ রশিদ উদ্দিন চৌধুরী কাতেব, বিদ্যালয় প্রতিষ্ঠাতা সদস্য বাবু নির্মল কান্তি দেবসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক উপস্থিত ছিলেন।
লক্ষ্মীছড়ি জোন কমান্ডার লে: কর্ণেল তাজুল ইসলাম শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, মাদক থেকে দুরে থাকতে হবে। ভুল সিদ্ধান্ত নেয়া যাবে না। সুন্দর জীবন গড়তে হলে ভালো মানুষ হতে হবে। ভালো শিক্ষা প্রতিষ্ঠান যদি এখানে প্রতিষ্ঠিত করা যায়-তাহলে দুর দুরান্ত থেকে ছেলে-মেয়েরা এখানে পড়া লেখা করতে আসবে এবং তাদের জন্য সুন্দর পরিবেশ দিতে হবে। মোবাইল ও ফেইসবুকের প্রতি আশক্ত না হয়ে বই পড়ার প্রতি মনোযোগি হওয়ার পরামর্শ দেন তিনি।
জোন কমান্ডার আরো বলেন, এখন পড়া-লেখার সময়, কোনোভাবেই সময়কে অপচয় করা যাবে না। যোগ্যতা অর্জন করো একদিন তোমার পিছনে মানুষ ঘুরবে। ভালো মানুষ হওয়ার জন্য সেই পর্যন্ত অপেক্ষা করতে হবে- যতদিন না পর্যন্ত প্রতিষ্ঠিত হতে না পারো। তোমাদের দিকে তাকিয়ে আছে সমাজ, রাষ্ট্র এবং গোটা জাতী। তোমরাই তো আগামী দিনের ভবিষ্যৎ।