• June 16, 2025

লক্ষ্মীছড়ির মাষ্টার পাড়া এলাকায় ১৫৮তম ঐতিহ্যবাহী বলি খেলা অনুষ্ঠিত

 লক্ষ্মীছড়ির মাষ্টার পাড়া এলাকায় ১৫৮তম ঐতিহ্যবাহী বলি খেলা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার: খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলার মাষ্টার পাড়া এলাকায় ১৫৮তম ঐতিহ্যবাহী বলি খেলা অনুষ্ঠিত হয়েছে।

২৩ মে শুক্রবার বিকেলে অনুষ্ঠিত এ বলি খেলা শেষে চ্যাম্পিয়ন বলী কুমিল্লার রাশেদ মালের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি ভারপ্রাপ্ত জোন অধিনায়ক মেজর ফাহাদ। এসময় লক্ষ্মীছড়ি উপজেলা নির্বাহী অফিসার সেটুকু কুমার বড়ুয়া, থানার অফিসার ইনচার্জ মু. খালেদ হোসেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সভাপতি ছিলেন আয়োজক কমিটির আহবায়ক ইউপি চেয়ারম্যান ত্রিলন চাকমা। রানারআপ পুরস্কার গ্রহণ করেন খাগড়াছড়ির সুমন বলী। ৩য় স্থান অর্জন করেন খাগড়াছড়ির আরেশে মারমা। পরে স্থানীয় শিল্পীদের অংশগ্রহণ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রতি বছরই এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনেক দুর-দুরান্ত থেকে শত শত নারী পুরুষের উপস্থিততে এ বলী খেলা উৎসব মুখর হয়ে ওঠে।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post