• June 16, 2025

লক্ষ্মীছড়ি জোনের উদ্যোগে নিরাপদ সড়ক গড়ার লক্ষ্যে মোটর চালকদের মাঝে হেলমেট বিতরণ

 লক্ষ্মীছড়ি জোনের উদ্যোগে নিরাপদ সড়ক গড়ার লক্ষ্যে মোটর চালকদের মাঝে হেলমেট বিতরণ

স্টাফ রিপোর্টার: খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলায় মোটর বাইক চলকচলে নিরাপদ জীবন গড়ার লক্ষ্যে চালকদের মাঝে হেলমেট বিতরণ করেছে সেনাবাহিনী। বৃহস্পতিবার দুপুরে লক্ষ্মীছড়ি জোন সদরে ৫০ জন ভাড়ায় চালিত মোটরসাইকেল চালকদের মাঝে হেলমেট বিতরণ করা হয়। লক্ষ্মৌছড়ি জোন কমান্ডার লে. কর্নেল মো. তাজুল ইসলাম আনুষ্ঠানিক ভাবে চালকদের হাতে একটি করে হেলমেট তুলে দেন।

এসময় লক্ষ্মীছড়ি জোনের উপ-অধিনায়ক মেজর মীর মোহাম্মদ ফাহাদ বিন আসাদ উপস্থিত ছিলেন।এছাড়াও লক্ষ্মীছড়ি থানার এসে আই মো: নূর আলম মাসুম সিদ্দিকী, সদর ইউপি চেয়ারম্যান প্রবিল কুমার চাকমা, উপজেলা বিএনপির সভাপতি মো. ফোরকান হাওলাদার, অগ্রদূত মোটরবাইক সমিতির সভাপতি মো. নাজমুল ইসলামসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এসময় মোটরসাইকেল চালকদের উদ্দেশ্যে জোন কমান্ডার বলেন, ট্রাফিক আইন মেনে চলতে হবে। অতিরিক্ত যাত্রী কিংবা দ্রুত গতিতে চালানো যাবে না। একটি দূর্ঘটনা নিজের এবং পরিবারের বড়ো ক্ষতি হয়ে যেতে পারে। নিয়মের মধ্যে থেকে যে কোনো যানবাহন চালানোর পরামর্শ দেন জোন কমান্ডার লে. কর্ণেল মো. তাজুল ইসলাম। এদিকে অগ্রদূত মোটরবাইক সমিতির কার্যালয়ের জন্য টেবিল চেয়ার প্রদান করা হয় লক্ষ্মীছড়ি  জোনের পক্ষ হতে।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post