• December 10, 2024

লক্ষ্মীছড়িতে ইউপিডিএফ-গণতান্ত্রিক গ্রুপের উপর গুলি বর্ষণ

স্টাফ রিপোর্টার: খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলায় ইউপিডিএফ-গণতান্ত্রিক গ্রুপের উপর গুলি বর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অর্পন চাকমা(২৮) নামে ১জন কর্মী সামান্য আহত হয়েছে।

২৬ মার্চ মঙ্গলবার সকাল ১০টার কিছু আগে হাসপাতাল স’মিল এলাকায় এ ঘটনা ঘটে। প্রায় ৬/৭ রাউন্ড গুলি বর্ষনের ঘটান ঘটলেও বড় ধরনের কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ঘটনার পর পরই পুলিশ ও সেনাবাহিনী দ্রুত ঘটনাস্থলে গেলে অজ্ঞাতনামা সন্ত্রসীরা পালিয়ে যায়। লক্ষ্মীছড়ি হাসপাতালের কর্তব্যরত মেডিকেল অফিসার ডা. মুরাদ বলেন, আহত ব্যাক্তিকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে, বড় ধরনের কোনো আঘাতের চিহ্ন নেই বলে তিনি জানান।

ইউপিডিএফ-গণতান্ত্রিক গ্রুপের সদস্য অর্পন চাকমা(২৮) এ প্রতিনিধিকে বলেন, আমরা ৪জন ২টি মোটর সাইকেল যোগে স’মিল এলাকায় সুমনের দোকানের কাছা-কাছি স্থানে যাওয়ার সাথে সাথে সামনে থেকে ইউপিডিএফ’র সন্ত্রাসীরা আমাদের লক্ষ্য করে গুলি ছুড়ে। আমরা মোটরসাইকেল রেখেই দ্রুত নিরাপদ আশ্রয়ে চলে আসি। লক্ষ্মীছড়ি থানার অফিসার্স ইনচার্জ আব্দুল জব্বার জানান, ঘটনাটি শোনার সাথে সাথে ঘটনাস্থলে যাই। ঘটনাস্থল থেকে ২টি মোটরসাইকেল উদ্ধার করে নিয়ে আসা হয়েছে। এছাড়াও ৩টি গুলির খোসা উদ্ধার করা হয়। তবে লিখিতভাবে এ ঘটনার কোনো অভিযোগ করা হয় নি। একটি সাধারণ ডাইরি রুজু করা হবে বলে লক্ষ্মীছড়ি থানার অফিসার্স ইনচাজ জানান।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post