• December 13, 2024

লক্ষ্মীছড়িতে ঊষা মারমার ওপর হামলাকারীদের গ্রেফতারের দাবিতে সমাবেশ

পাহাড়ের আলো ডেস্ক: তংতুল্যা পাড়ায় ঊষা মারমার ওপর হামলকারী সশস্ত্র সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে লক্ষ্মীছড়িতে বিক্ষোভ সমাবেশ করেছে সন্ত্রাস প্রতিরোধ কমিটি।

 ১৯ জুলাই রবিবার লক্ষ্মীছড়ি সদর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের তংতুল্যা পাড়া, বর্মাছড়ি ইউনিয়নের কুতুকছড়ি ও দুল্যাতলী ইউনিয়নের চাইল্যাতলী এলাকায় পৃথকভাব সমাবেশ করা হয়। লক্ষ্মীছড়ি উপজেলা সন্ত্রাস প্রতিরোধ কমিটি সদস্য আপ্রুশি মারমা স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক প্রেসবর্তায় এ খবর দেয়া হয়।

বিবৃতিতে বলা হয় সশস্ত্র সন্ত্রাসীরা শনিবার সকালে সদর ইউনিয়নের তংতুল্যা পাড়ায় হানা দিয়ে স্থানীয় যুবক উষা মারমার ওপর সশস্ত্র হামলা চালিয়েছে। সন্ত্রাসীরা ঊষা মারমাকে হত্যার উদ্দেশ্যে তাকে লক্ষ্য করে গুলি করলে সে কোন রকমে প্রাণে বেঁচে গেলেও পায়ে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছে। প্রশাসন সন্ত্রাসীদের গ্রেফতারে এখনো কোন পদক্ষেপ নেয়নি।

সমাবেশ থেকে বক্তারা ঊষা মারমার ওপর হামলকারী সশস্ত্র সন্ত্রাসীদের আগামী ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার করে দৃষ্টান্তমুলক শাস্তি দাবি করেন অন্যথায় লক্ষ্মীছড়ি বাজার বয়কট করার সিদ্ধান্ত গ্রহণ করার হুঁশিয়ারি উচ্চারণ করেন।

তংতুল্যা পাড়ায় অনুষ্ঠিত সমাবেশে সন্ত্রাস প্রতিরোধ কমিটির আহ্বায়ক নিংসাউ মারমার সভাপতিত্বে ও এলাকার যুব সমাজের প্রতিনিধি রিটন চাকমার সঞ্চালনায় বক্তব্য রাখেন সপন চাকমা, উৎপল চাকমা ও মংগ্যপ্রু কারবারি।

অপরদিকে, চাইল্যাতলি এলাকায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন এলাকার মুরুব্বী নিরব চাকমা ও পাইসুই মারমা।

এছাড়া কুতুকছড়ি এলাকায় অনুষ্ঠিত সমাবেশে অরজুন চাকমার সঞ্চালনায় বক্তব্য রাখেন সন্ত্রাস প্রতিরোধ কমিটির সদস্য আপ্রুশি মারমা ও এলাকার যুব সমাজের প্রতিনিধি রাজু চাকমা।-প্রেস বিজ্ঞপ্তি।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post