• September 20, 2024

লক্ষ্মীছড়িতে ডিওয়াইএফ’ র কাউন্সিল: বরুন সভাপতি, উৎপল সম্পাদক

ডেস্ক রিপোর্ট : গণতান্ত্রিক যুব ফোরামের লক্ষ্মীছড়ি উপজেলা শাখার ৩য় কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। ১৭ অক্টোবর বুধবার এ কাউন্সিল অনুষ্টিত হয়। গণতান্ত্রিকযুব ফোরাম লক্ষ্মীছড়ি উপজেলা শাখা দপ্তর সম্পাদক তরুণচাকমা স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক প্রেসবার্তায় এ সংবাদ জানানো হয়।

গণতান্ত্রিক যুব ফোরাামের লক্ষ্মীছড়ি উপজেলা শাখার সভাপতি রিপন চাকমার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ক্যামরন চাকমার সঞ্চালনায় কাউন্সিল অধিবেশনে বক্তব্য রাখেন, ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)-এর লক্ষ্মীছড়ি ইউনিট সমন্বয়ক চন্দন চাকমা ও সংগঠক আপ্রুসি মারমা, যুব ফোরামের খাগড়াছড়ি জেলা শাখার সাংগাঠনিক সম্পাদক রুপেশ চাকমা, লক্ষ্মীছড়ি উপজেলা শাখার শিল্প ও সাংস্কৃতিক সম্পাদক উৎপল চাকমা, পিসিপি লক্ষ্মীছড়ি উপজেলা শাখার সভাপতি নয়ন চাকমা, লক্ষ্মীছড়ি ইউপি চেয়্যারম্যান প্রবিল কুমার চাকমা, দুল্যাতলী ইউপি চেয়্যারম্যান ত্রিলন চাকমা, বর্মাছড়ি ইউপি চেয়্যারম্যান হরি মোহন চাকমা ও লক্ষ্মীছড়ি ইউপি’র সদস্য মেরিনা চাকমা প্রমুখ।

পুরাতন কমিটিকে বিলুপ্ত ঘোষণা করে উপস্থিত সকলের সর্বসম্মতিক্রমে বরুন চাকমাকে সভাপতি, উৎপল চাকমাকে সাধারণ সম্পাদক, পাইচি মারমাকে সাংগাঠনিক সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ঠ নতুন কমিটি ঘোষণা করা হয়। গণতান্ত্রিক যুব ফোরামের খাগড়াছড়ি জেলা শাখার সাংগাঠনিক সম্পাদক রুপেশ চাকমা নতুন কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করান।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post