লক্ষ্মীছড়িতে ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানে সেনাবাহিনী কর্তৃক অনুদান বিতরণ
স্টাফ রিপোর্টার: খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলায় সেনাবাহিনীর ৮ ফিল্ড রেজিমেন্ট আটিলারি লক্ষ্মীছড়ি জোনের পক্ষ হতে ২টি ধর্মীয় প্রতিষ্ঠানে অনুদান প্রাদান করা হয়েছে। ৪ঠা ফেব্রুয়ারি সোমবার দুপুরে জোন সদরে লক্ষ্মীছড়ি জোন অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ মিজানুর রহমান মিজান এ অনুদান প্রদান করেন। ।
১০নং ময়ূরখীল আল হেরা মসজিদ ভিক্তিক কোরআন শিক্ষা কেন্দ্রের পরিচালনা কমিটির সভাপতি মোঃ ছগির হোসেন ও ক্যাশিয়ার মোঃ সাহেব আলী হাতে ৪ বান্ডেল ঢেউ টিন এবং ১০নং ময়ুরখীলের ৫নং ওয়ার্ডস্থ ইসলামিক ফাউন্ডেশন ভিত্তিক কোরআন শিক্ষা কেন্দ্রের পরিচালনা কমিটির সভাপতি মোঃ আঃ জলিল মিয়া ও শিক্ষক মোঃ কামরুল ইসলামের হাতে ৩ বান্ডেল ঢেউ টিন তুলে দেন জোন কমান্ডার।
এসময় নবাগত জোন কমান্ডার লেঃ কর্ণেল মোঃ জান্নাতুল ফেরদৌস, জোন এ্যাডজুটেন্ট ক্যাপ্টেন রায়শাদ রেজা রাতুল, জোন কিউএম ক্যাপ্টেন অভিজিত বড়ুয়া শুভ এবং ক্যাপ্টেন ইমরান হোসেনসহ অন্যান্য পদস্থ্য সামরিক কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।