• April 18, 2025

লক্ষ্মীছড়ির মগাইছড়িতে মতবিনিময় সভা, জোন কর্তৃক অনুদান প্রদান

স্টাফ রিপোর্টার: খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলার মগাইছড়ি নামক স্থানে লক্ষ্মীছড়ি জোনের উদ্যোগে ৮ অক্টোবর সোমবার এক মতবিনিময় সভাা অনুষ্ঠিত হয়েছে। লক্ষ্মীছড়ি জোন কমান্ডার লে: কর্ণেল মো: মিজানুর রহমান মিজান এর সভাপতিত্বে আয়োজিত এ মতবিনিময় সভায় উপজেলা আওয়ামীলীগের সভাপতি জেলা পরিষদ সদস্য রেম্রাচাই চৌধুরী, উপজেলা পরিষদের ভাাইস চেয়ারম্যান অংগ্য প্রু মারমা, লক্ষ্মীছড়ি থানার অফিসার্স ইনচার্জ আ: জব্বারসহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তি ও পাড়া হেডম্যান-কার্বারীগণ উপস্থিত ছিলেন।

এলাকার লোকজন তাদের নিজস্ব মতামত তুলে ধরে বক্তব্য রাখেন। এ সময় লক্ষ্মীছড়ি জোন কমান্ডার লে: কর্ণেল মো: মিজানুর রহমান বলেন, দেশ উন্নয়নের দিকে ধাপিত হচ্ছে আর এ উন্নয়য়নের ধারা বজায় রাখতে হলে পাহাড়ি-বাঙ্গালি সম্পর্ক আরো উন্নত এবং উঁচু স্থানে নিযে যেতে হবে। এলাকার শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহবান জানান, লক্ষ্মীছড়ি জোন কমান্ডার।

পরে লক্ষ্মীছড়ি জোনের পক্ষ হতে পশ্চিম জারুলছড়ি দারুল আরকাম এবতেদায়ী মাদ্রাসা, জারুলছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়কে সিলিং ফ্যান এবং সড়ক দুর্ঘটনায় আহত মগাইছড়ি এলাকার জাহাাঙ্গর হোসেন এর ছেলে মো: মনির হোসেনকে চিকিৎসা বাবদ ৫ হাজার টাকা আর্থিক অনুদান প্রদান করেন জোন কমান্ডার।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post