লক্ষ্মীছড়ির ১১টি কেন্দ্রে ভোট গ্রহণ শুরু
স্টাফ রিপোর্টার: খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলায় ৫ম উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ শুুরু হয়েছে। সোমবার সকাল ৮টায় শুরু হয় এ ভোট গ্রহণ, চলবে বিকাল ৪টা পর্যন্ত। লক্ষীছড়ি মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট গ্রহণ শুরু সকাল ৮টায় যথাসময়ে। শুরুতই প্রথম ভোট দিতে দেখা যায় সরকার দলীয় নৌকা প্রতীকের প্রার্থী বাবুল চৌধুরীকে। একই সময়ে এ ভোট কেন্দ্রে আসেন আনরস প্রতীকের প্রার্থী রাজেন্দ্র চাকমা। তাঁর কেন্দ্রে দুপুরের দিকে ভোট দিবেন বলে জানান। ভাইস চেয়ারম্যান তালা প্রতীকের প্রার্থী রাজু চাকমা দিপান্তর ভোট দেয়ার জন্য লাইনে দাড়াতে দেখা যায়।
এসময় লক্ষীছড়ি মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডং অফিসার মো: সফিকুল ইলাম ভূ্ইয়া এ প্রতিনিধিকে জানান, তাঁর কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ৩০২৯জন। ৬টি কক্ষ রয়েছে। সুন্দরভাবে শুরু করতে পেরেছি আশা করি ভোট গ্রহণ বিকাল ৪টা পর্যন্ত ভালোভাবেই যাবে। ভোটের শুরুতেই পুরুষ ভোটারের লাইন ছিল দীর্ঘ। এদিকে নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে প্রশাসন। পুলিশ, আনসার-ভিডিপি ছাড়াও মোতায়েন রয়েছে বিজিবি ও সেনাবাহিনী।
লক্ষ্মীছড়ি উপজেলায় ১১টি ভোট কেন্দ্রের মধ্যে লক্ষ্মীছড়ি ইউনিয়নে কেন্দ্র ৪টি। যেমন লক্ষীছড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয় মোট ভোটার ৩০২৯জন, মংহলা পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মোট ভোটার ২৩৪৭জন, শুকনাছড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয় মোট ভোটার ৯৩০, যতীন্দ্র কর্বারীপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মোট ভোটার ১৯০৮জন।
দুল্যাতলী ইউনিয়নে কেন্দ্র ৩টি। দুল্যাতলী সরকারী প্রাথমিক বিদ্যালয় মোট ভোটার ১২৫৮জন, জারুলছড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয় মোট ভোটার ১৬২৯জন, দেওয়ান পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মোট ভোটার ২৩৯৬জন।
বর্মাছড়ি ইউনিয়নে ভোট কেন্দ্র ৪টি। বর্মাছড়ি জুনিয়র হাইস্কুল মোট ভোটার ৬৭৭জন, কুতুবছড়ি বেসকারী প্রাথমিক বিদ্যালয় মোট ভোটার ১৯৬৬জন, মুক্তাছড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয় মোট ভোটার ১২০৪জন, ফুত্যাছড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয় মোট ভোটার ৯৫৫জন।