লক্ষ্মীছড়ি উপজেলা নির্বাচনে নৌকা প্রতীক প্রার্থী বাবুল চৌধুরী এগিয়ে
স্টাফ রিপোর্টার: খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলা পরিষদ নির্বাচনে সরকার দলীয় নৌকা প্রতীকে বাবুল চৌধুরী এগিয়ে আছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। বেসরকারি ফলাফলে জানা যায়, নৌকা প্রতীকে ১১টি কেন্দ্রে বাবুল চৌধুরী মোট ভোট পেয়েছেন ৪৬৯৩টি। নিকটতম প্রতিদ্বন্ধি স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতীকে রাজেন্দ্র চাকমা পেয়েছেন ৩হাজার ২৯৩ ভোট। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত উপজেলা নির্বাচন অফিস সহকারি রির্টানিং অফিসারের কার্যালয়ে ফলাফল এসেছে মাত্র ৫টি কেন্দ্রের।