• January 15, 2025

লক্ষ্মীছড়ি জোনে মাসিক নিরাপত্তা ও মত বিনিময় সভা

 লক্ষ্মীছড়ি জোনে মাসিক নিরাপত্তা ও মত বিনিময় সভা

স্টাফ রিপোর্টার: খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি জোন সদরে সেনাবাহিনীর উদ্যোগে মাসিক সমন্বয় নিরাপত্তা ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

১৫ নভেম্বর মঙ্গলভারার লক্ষ্মীছড়ি জোনে আয়োজিত এ মত বিনিময় সভায় জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল এ এইচ এম জোবায়ের, পিএসসি, জি, সভাপতির বক্তব্য রাখেন। এসময় জোনের উপ-অধিনায়ক মেজর মো: মাহমুদুন্নবী, পিএসসি, ক্যাপ্টেন এস.এম. মাহমুদ হাসানসহ সামরিক কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এছাড়াও লক্ষ্মীছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান বাবুল চৌধুরী, ভাইস চেয়ারম্যান রাজু চাকমা, সুমনা চাকমা, থনার ওসি তদন্ত সমির সরকার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আতাউর রহমান, উপজেলা আওয়ামীলীগের সেক্রেটারী বিল্লাহ হোসেন ব্যাপারি, উপজেলা বিএনপির সভাপতি মো: ফোরকান হাওলাদার, ইউপি চেয়ারম্যান, ওয়ার্ড মেম্বার, হেডম্যান কার্বারী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় লেফটেন্যান্ট কর্নেল এ এইচ এম জোবায়ের, পিএসসি, জি, বলেন এলাকার শান্তি ও সহাবস্থান বজায় থাকলে এলাকার উন্নয়ন দ্রুত এগিয়ে যাবে। সবাই মিলে এক সাথে কাজ করার আহবান জানান তিনি।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post