খাগড়াছড়ি রেডক্রিসেন্ট’র নির্বাচনে মনোনয়ন গ্রহণকারি সবাই জমা দিয়েছেন

Homeস্লাইড নিউজশিরোনাম

খাগড়াছড়ি রেডক্রিসেন্ট’র নির্বাচনে মনোনয়ন গ্রহণকারি সবাই জমা দিয়েছেন

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি খাগড়াছড়ি ইউনিটের কার্যনির্বাহী কমিটির নির্বাচন/২০২২ এর মনোনয়নপত্র দাখিলর দিন মনোনয়নপত্র গ্রহণকারী প্রত্

পানছড়িতে চিকিৎসকের গাড়ির ধাক্কায় অটো-রিক্সা চালক নিহত, আহত ১
পানছড়িতে মানুষের কঙ্কাল উদ্ধার
পানছড়িতে বজ্রপাতে নিহত ১

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি খাগড়াছড়ি ইউনিটের কার্যনির্বাহী কমিটির নির্বাচন/২০২২ এর মনোনয়নপত্র দাখিলর দিন মনোনয়নপত্র গ্রহণকারী প্রত্যেকে স্বশরীরে হাজির হয়ে কিংবা লোকমারফৎ মনোনয়ন পত্র জমা দিয়েছেন বর জানা গেছে। জানা যায় ভাইস চেয়ারম্যান পদে ২জন। সাধারণ সম্পাদক পদে ৭জন এবং কার্যনির্বাহী কমিটির সদস্য পদে ১৩জন মনোনয়ন পত্র গ্রহণ করেছিলেন। উপজাতীয় শরনার্থী ও উদ্বাস্ত বিষয়ক ট্রাংস্কফোর্স’র নির্বাহী কর্মকর্তা ও বিডিআরসিএস’র খাগড়াছড়ি ইউনিটের প্রধান নির্বাচন কমিশনার এম রাশেদুল হক সাংবাদিকদের এ তথ্য জানান।

মনোনয়নপত্র যারা জমা দিয়েছেন তারা হলেন, ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট জসিম উদ্দিন মজুমদার ও মো: জসিম উদ্দিন। সাধারণ সম্পাদক পদে বর্তমান সেক্রেটারী মো: শানে আলম, নুরুল আজম, মো: নুরুল আফছার চৌধুরী শামীম, মো: দিদারুল আলম, ক্যজরী মারমা, আব্দুল মজিদ ও উশ্যে প্রæ মারমা। কার্যনির্বাহী কমিটির সদস্য পদে মো: ইসমাইল হোসেন, অনিমা রানী দে, মো: শহিদুল ইসলাম, মো: নজরুল ইসলাম, ত্রিনা চাকমা, উত্তম কুমার দে, শাহনাজ সুলতানা, মো: মাইন উদ্দিন, জীতেন ব ‍ড়ুয়া, মো: আসাদ উল্লা, মোফাজ্জল হোসেন ভূইয়া, মো: দুলাল হোসেন ও খোরশেদ আলম।

প্রার্থীতা বাছাই ১৫ নভেম্বর ও প্রত্যাহার ২০ নভেম্বর। ভোট গ্রহণ ৬ ডিসেম্বর সকাল সাড়ে ৮টা থেকে বিরতিহীনভাবে বিকাল ৪টা পযন্ত । বর্তমান আজীবন সদস্য সংখ্যা ১হাজার ৩২৫জন। তবে খসড়া ভোটার তালিকা অনুযায়ী এ সংখ্যা ১হাজার ১৯৮জন বলে সূত্রে জানা গেছে।