লক্ষ্মীছড়ি জোনে মাসিক নিরাপত্তা ও মত বিনিময় সভা

স্টাফ রিপোর্টার: খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি জোন সদরে সেনাবাহিনীর উদ্যোগে মাসিক সমন্বয় নিরাপত্তা ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

১৫ নভেম্বর মঙ্গলভারার লক্ষ্মীছড়ি জোনে আয়োজিত এ মত বিনিময় সভায় জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল এ এইচ এম জোবায়ের, পিএসসি, জি, সভাপতির বক্তব্য রাখেন। এসময় জোনের উপ-অধিনায়ক মেজর মো: মাহমুদুন্নবী, পিএসসি, ক্যাপ্টেন এস.এম. মাহমুদ হাসানসহ সামরিক কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এছাড়াও লক্ষ্মীছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান বাবুল চৌধুরী, ভাইস চেয়ারম্যান রাজু চাকমা, সুমনা চাকমা, থনার ওসি তদন্ত সমির সরকার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আতাউর রহমান, উপজেলা আওয়ামীলীগের সেক্রেটারী বিল্লাহ হোসেন ব্যাপারি, উপজেলা বিএনপির সভাপতি মো: ফোরকান হাওলাদার, ইউপি চেয়ারম্যান, ওয়ার্ড মেম্বার, হেডম্যান কার্বারী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় লেফটেন্যান্ট কর্নেল এ এইচ এম জোবায়ের, পিএসসি, জি, বলেন এলাকার শান্তি ও সহাবস্থান বজায় থাকলে এলাকার উন্নয়ন দ্রুত এগিয়ে যাবে। সবাই মিলে এক সাথে কাজ করার আহবান জানান তিনি।

Read Previous

খাগড়াছড়ি রেডক্রিসেন্ট’র নির্বাচনে মনোনয়ন গ্রহণকারি সবাই জমা দিয়েছেন

Read Next

চাঁদা না পেয়ে কৃষকের বাগান ধ্বংস ও ঘরে আগুন দিলো সন্ত্রাসীরা