• December 10, 2024

লামায় বৌদ্ধ জনকল্যাণ সমিতির ত্রিবার্ষিক নির্বাচন সম্পন্ন

প্রিয়দর্শী বড়ুয়া, লামা (বান্দরবান): বান্দরবানের লামায় বৌদ্ধ জনকল্যাণ সমিতির কার্য নির্বাহী কমিটির ৫ম ত্রি-বার্ষিক সাধারণ নির্বাচন সম্পন্ন হয়েছে। শুক্রবার সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত উপজেলার রুপসীপাড়া ইউনিয়নের গগণ মাস্টার পাড়াস্থ সমিতির কার্যালয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। সমিতির গঠনতন্ত্র মোতাবেক ১৩টি পদের মধ্যে সভাপতি ও অর্থ সম্পাদক পদে প্রতিদ্বন্ধিতা হয়। বাকী ১১টি পদে বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত ঘোষণা করা হয়। নির্বাচনে সমিতির ৮৫জন ভোটারের মধ্যে ৭৯জন ভোটাধিকার প্রয়োগ করেন।

প্রতিদ্বন্ধিতায় জাপান বড়ুয়া চেয়ার প্রতীকে ৫১ভোট পেয়ে সভাপতি ও লোপা বড়ুয়া বই প্রতীকে ৪৩ ভোট পেয়ে অর্থ সম্পাদক নির্বাচিত হন। বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিতরা হলেন, সিনিয়র সহ-সভাপতি পদে আপন বড়ুয়া, সহ সভাপতি পদে সুভাষ বড়ুয়া, সাধারণ সম্পাদক পদে জ্ঞান বিকাশ বড়ুয়া, যুগ্ন সাধারণ সম্পাদক পদে অর্পন বড়ুয়া, হিসাব নিরীক্ষক পদে সুবল কান্তি বড়ুয়া, সাংগঠনিক সম্পাদক পদে হীরণ বড়ুয়া, ধর্মীয় বিষয়ক সম্পাদক পদে সুমধু বড়ুয়া, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক পদে নির্মল কান্তি বড়ুয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে জ্যোতিষ বড়ুয়া, সমাজ কল্যাণ সম্পাদক উদয়ন বড়ুয়া কমল ও দপ্তর সম্পাদক পদে সুশান্ত বড়ুয়া ।

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন, বাংলাদেশ আনসার ব্যাটলিয়নের সাবেক কর্মকর্তা দোলন কুমার বড়ুয়া। আলীকদম আবাসিক বিদ্যালয়ের শিক্ষক করুণা শ্রী বড়ুয়া ও কলিঙ্গাবিল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুপন কান্তি বড়ুয়া নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন। ভোট গননা শেষে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষনা করেন প্রধান নির্বাচন কমিশনার দোলন কুমার বড়ুয়া। এ সময় পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, এডভোকেট মামুন মিয়া, লামা কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের মাইকেল আইচ ও কানু কান্তি দাশ, সাংবাদিক মো. নুরুল করিম আরমান, নাজমুল হুদা, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গসহ সমিতির সদস্য প্রমুখ উপস্থিত ছিলেন। শেষে নির্বাচন কমিশনার করুণা শ্রী বড়ুয়া নব নির্বাচিতদের শপথ বাক্য পাঠ করান। প্রসঙ্গত, ২০০৪ সালের ১ জানুয়ারী বৌদ্ধ জনকল্যাণ সমিতিটি প্রতিষ্ঠা লাভ করে।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post