লামায় ভিজিডি চাল বিতরণ
লামা (বান্দরবান) প্রতিনিধি: বান্দরবানের লামায় গজালিয়া ইউনিয়নের দুঃস্থ নারীদের মাঝে ভিজিডি চাল বিতরণ করা হয়েছে। মহিলা বিষয়ক অধিদপ্তর ব্যবস্থাপনায় ভিজিডি কর্মসূচি আওতায় ভিজিডি ২০১৯-২০ চক্রের ৩৫০ জন দুস্থ নারীদের মাঝে প্রতি মাসে ৩০ কেজি অনুসারে জানুয়ারী-ফেব্রুয়ারী দুই মাসের ৬০ কেজি করে এই চাল বিতরণ করা হয়। সোমবার (৮এপ্রিল) সকালে গজালিয়া ইউপি প্রাঙ্গনে এই চাল বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন লামা উপজেলা নির্বাহী অফিসার নূর-এ-জান্নাত রুমি।
চাল বিতরণ অনুষ্ঠান আলোচনা সভায় ইউপি চেয়ারম্যান বাথোয়াইচিং মার্মা সভাপতিত্বের বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সালেহা পারভীন। এসময় গজালিয়া পুলিশ ফাঁড়ি ক্যাম্প ইনচার্জ মো. বেলাল, গজালিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি উশৈঞ্যোয়ে মার্মা জয় সহ সংশ্লিষ্ট ইউপি সদস্যগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, দরিদ্র মানুষের অর্থনৈতিক স্বাবলম্বী নিশ্চিত করতে সরকার গ্রাম পর্যায়ে বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়ন করছে। তার মধ্যে ভিজিডির কর্মসূচি একটি প্রকল্প। এ কার্যক্রম পর্যায়ক্রমে প্রত্যেক ইউনিয়নের বিতরণ করা হবে।