• December 2, 2024

লামায় মাতামুহুরী নদী থেকে বৃদ্ধার লাশ উদ্ধার

প্রিয়দর্শী বড়ুয়া, লামা (বান্দরবান): মাতামুহুরী নদী থেকে হ্লামে মার্মা (৫৯) নামে এক বৃদ্ধার লাশ উদ্ধা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে নদীর মানিকপুর এলাকায় মাছ ধরতে নামলে এ ঘটনা ঘটে। হøামে মার্মা উপজেলা সদর ইউনিয়নের বরিশাল পাড়াস্থ শামুকঝিরি এলাকার ম্রাথোয়াই মার্মার স্ত্রী।

এলাকাবাসী জানায়, বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে হ্লামে মার্মাসহ কয়েকজন নারী মাছ ধরতে মাতামুহুরী নদীর মানিকপুর এলাকায় নামেন। এ সময় পানির স্রোতের টানে ডুবে যান হ্লামে মার্মা। পরে স্বজনেরা স্থানীয়দের সহযোগিতায় তার লাশ উদ্ধার করেন।

নদীর পানিতে ডুবে হ্লামে মার্মার মৃত্যুর সত্যতা নিশ্চিত করে লামা সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিন্টু কুমার সেন বলেন, মৃত হ্লামে মার্মা ইউনিয়নের এম. হোসেন পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দাতা সদস্য এবং স্কুলকে ৬০ শতক জমি দান করেছিলেন।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post