লামায় রুপসীপাড়া বাজারে অগ্নিকান্ড,৩১টি দোকান পুড়ে ছাই
প্রিয়দর্শী বড়ুয়া, লামা (বান্দরবান): বান্দরবানের লামায় মঙ্গলবার ভোর সাড়ে তিনটায় রুপসীপাড়া বাজারে অগ্নিকান্ডে ৩১টি দোকানের মালামালসহ পুড়ে ছাই হয়ে গেছে। লামা ফায়ার সার্ভিসের দমকল বিকল থাকার কারনে আলীকদম ফায়ার সার্ভিসের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। রুপসীপাড়া অর্মিক্যাম্পের সহায়তায় বাজারের অবশিষ্ট দোকানগুলো রক্ষা পায়।
বাজারের ব্যবসায়ী আব্দুস সত্তার গাজী জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে বাজারের আবেদ আলীর ইলেকট্রনিক্সের দোকান অগ্নিকান্ডের সুত্রপাত হয়। মুহুর্তের মধ্যে আগুন চতুর্দিকে ছড়িয়ে পড়ে। সময মত ফাযার সার্ভিসের সহায়তা না পাওয়ার কারনে এতবেশী দোকান পুড়েছে বলে তিনি অভিযোগ করেন। মালামালসহ ৩১ টি দোকান পুড়ে গিয়ে ক্ষতির পরিমাান দুইকোটি টাকার অধিক হবে বলে ক্ষতিগ্রস্থরা দাবি করেন। রুপসীপাড়া ইউপি চেয়ারম্যান ছাচিংপ্রু মার্মা, উপজেলা নির্বাহী অফিসার নুর-এ-জান্নাত রুমী, জোন কমান্ডার লেঃ কর্ণেল সাইফ সামিম ঘটনাস্থল পরিদর্শন করেন।