লামায় সড়ক দুর্ঘটনায় ১৫ যাত্রী আহত
প্রিয়দর্শী বড়ুয়া, লামা(বান্দরবান): বান্দরবানের লামা উপজেলায় একটি যাত্রীবাহি বাস দুর্ঘটনায় ১৫ যাত্রী আহত হয়েছেন। বুধবার সন্ধ্যায় লামা-ফাঁসিয়াখালী সড়কের মিরিঞ্জা পর্যটন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে গুরুতর ৯জনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এরা হলেন- সাদন বড়ুয়া (৫০), মিনু বড়ুয়া (৪০), মাওয়া আরা বেগম (৩০), জুবাইরা ইসলাম (৩৫), নুর নাহার (৫০), লাবনী (২৬), সৌকত আরা বেগম (৩৫), কবির আহমদ (৫৬) ও হাবিবুর রহমান (৭)। আহতরা সবাই লামা ও চকরিয়া উপজেলা এবং ফেনী জেলার বাসিন্দা বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, একটি যাত্রীবাহি বাস বুধবার বিকাল সাড়ে ৪টার দিকে চকরিয়া থেকে যাত্রী বোঝাই করে লামা উপজেলায় যাচ্ছিল। বাসটি (চট্টমেট্রো-২০৮) সড়কের মিরিঞ্জা পর্যটন এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা খেয়ে ধুমড়েমুচড়ে যায়। এতে ১৫ যাত্রী কম বেশি আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদস্যরা স্থানীয়দের সহায়তায় গুরুতর আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
বাস দুর্ঘটনায় ১৫ যাত্রী আহত হওয়ার সত্যতা লামা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আপ্পেলা রাজু নাহা নিশ্চিত করেন।