• February 19, 2025

লেখনীর মাধ্যমে সমাজের সঠিক চিত্র তুলে ধরতে হবে -তথ্য মন্ত্রী ড. হাছান মাহমুদ

 লেখনীর মাধ্যমে সমাজের সঠিক চিত্র তুলে ধরতে হবে -তথ্য মন্ত্রী ড. হাছান মাহমুদ

শান্তি রঞ্জন চাকমা, রাঙ্গুনিয়া:  তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি বলেন, সাংবাদিকরা সমাজের দর্পন, সাংবাদিকরা তাদের লেখনীর মাধ্যমে সমাজের সঠিক চিত্র তুলে ধরতে হবে। সাংবাদিকদের লেখনিতে মানুষকে আশাবাদী করতে হবে, গণমাধ্যম সঠিক ভাবে কাজ না করলে মানুষ ও গনতন্ত্র ক্ষতিগ্রস্থ হয়। মফস্বলের দুই একজন সাংবাদিকের কারনে সকল সাংবাদিকদের বদনাম হতে পারে না।

শুক্রবার বিকেল ২ টায় প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবির) এর আয়োজনে কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তনে ৩ দিনব্যাপী সাংবাদিকতায় বুনিয়াদি প্রশিক্ষণের সমাপনী দিনে প্রধান অতিথির বক্তব্যে ড. হাছান মাহমুদ একথা বলেন। পিআইবির মহাপরিচালক মো. জাফর ওয়াজেদ এর সভাপতিত্বে বাসসের স্টাফ রিপোর্টার জিগারুল ইসলাম জিগার এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাঙ্গামাটির জেলা প্রশাসক মো. মিজানুর রহমান, জেলা পুলিশ সুপার মীর মোদদাছছের হোসেন, রাঙ্গামাটি অতিরিক্তি জেলা প্রশাসক (এডিসি), কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহান, কাপ্তাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রওশন আরা রব, কাপ্তাই উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মাইনুল হোসেন চৌধুরী, রাঙ্গুনিয়া পৌরসভার মেয়র আলহাজ্ব শাহজাহান সিকদার, কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নাসির উদ্দীন, কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইব্রাহীম খলিল, চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালে পরিচালক ডাঃ প্রবীর খিয়াং।

পরে প্রধান অতিথি বুনিয়াদি প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের মধ্যে সনদপত্র বিতরণ করেন। গত ৩১ মার্চ হতে শুরু হওয়া এই বুনিয়াদি প্রশিক্ষণে রাঙ্গুনিয়া, রাউজান, কাপ্তাই, রাজস্থলী, কাউখালী উপজেলার ৩৪ জন প্রিন্ট ও ইলেকট্টনিক মিডিয়ার সংবাদকর্মী অংশ নেন।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post