সাজেকে কলা বোঝাই জীপ গাড়ী উল্টে নিহত ২

Homeস্লাইড নিউজশিরোনাম

সাজেকে কলা বোঝাই জীপ গাড়ী উল্টে নিহত ২

খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ি-রাঙামাটির সীমান্তে বাঘাইছড়ি সাজেকের নাঙ্গলমারা এলাকায় চাঁদের গাড়ী (জীপ) নিয়িন্ত্রন হারিয়ে ইলিয়াছ হোসেন (৪৫) নামে এক কাচাঁ

সাবেক এমপি ওয়াদুদ ভূইয়াকে হত্যার উদ্দেশ্যে হামলার ঘটনায় প্রতিবাদ মিছিল ও সমাবেশ
খাগড়াছড়িতে নারী পুলিশ ব্যারাক ও থানা ভবন উদ্বোধন করলেন আইজিপি বেনজীর আহমেদ
অভিযান চালিয়েও থামানো যাচ্ছে না গুইমারাতে অবৈধ বালু উত্তোলন

খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ি-রাঙামাটির সীমান্তে বাঘাইছড়ি সাজেকের নাঙ্গলমারা এলাকায় চাঁদের গাড়ী (জীপ) নিয়িন্ত্রন হারিয়ে ইলিয়াছ হোসেন (৪৫) নামে এক কাচাঁমাল ব্যবসায়ী ও অনন্ত ত্রিপুরা(৪০) নামে এক শ্রমিক নিহত হওয়ার খবর পাওয়া গেছে। বুধবার সকালে বাঘাইহাট-সাজেক সড়কের নাঙ্গলমারা (২নং কালবার্ট) এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, নিহত ইলিয়াছ হোসেনের বাড়ী উপজেলার বঙ্গতলী ইউনিয়নের করেঙ্গাতলী এলাকায় ও অনন্ত ত্রিপুরার বাড়ী সাজেক মাচালং এলাকায়।

১৭আগষ্ট বুধবার সকালে মাচালং বাজার থেকে একটি জীপগাড়ী কলা বোঝাই করে বাঘইহাট বাজারে আসার পথে নাঙ্গলমারা (২নং কালবার্ট) এলাকায় জীপগাড়ী ব্রেকফেল বা নিয়ন্ত্রন হারালে খাদে পরে জীপগাড়ী উল্টে গেলে ঘটনাস্থলেই ২জন নিহত হন।

সাজেক থানার ওসি নুরুল হক (নুর) ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতদের উদ্ধার করা হয়েছে, দুর্ঘটনার পর জীপ গাড়ীর চালক পালিয়ে যায়, এ ব্যাপারে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।